ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টানা হারেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৪৯ এএম, ১০ জুন ২০১৯

বিশ্বকাপের এবারের আসরে প্রথম জয়ের দেখা পেতে আজ (সোমবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় রোজ বোল, সাউদাম্পটনে শুরু হবে ম্যাচটি। আসরের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরে খাঁদের কিনারায় থাকলেও, প্রোটিয়ারা ঘুরে দাঁড়ানোর জন্য অনুপ্রেরণা খুঁজতে পারে বিশ্বকাপে উইন্ডিজদের বিপক্ষে তাদের অতীত ইতিহাস হাতড়ে। কেননা বিশ্বকাপে যে তারা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ঢের এগিয়ে।

এদিকে ২০১৬ সালের পর এই প্রথম ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে এ দুটি দল। তাছাড়া দু'দলে একাধিক তারকা ক্রিকেটার থাকায় জমজমাট এক ম্যাচ উপভোগ করার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

এবার এক নজরে ওয়ানডে ইতিহাসে এই দুই দলের বেশ কিছু পরিসংখ্যান জেনে নেয়া যাক :

১. ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৬১ ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ-আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। তবে জয়ের দিক থেকে যোজন যোজন ব্যবধানে এগিয়ে প্রোটিয়ারা। উইন্ডিজদের ১৫ জয়ের বিপরীতে তাদের জয় ৫৫ ম্যাচে। ১টি করে ম্যাচ পরিত্যক্ত ও টাই হয়।

২. বিশ্বকাপের ৬ দেখায়ও জয়ের হিসেবে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের ২ জয়ের বিপরীতে তাদের জয় ৪টিতে। এ ছাড়াও বিশ্বকাপে শেষ ৩ দেখায় কখনোই প্রোটিয়াদের হারাতে পারেনি ক্যারিবীয়ানরা।

৩. দলীয় সর্বোচ্চ সংগ্রহ :
দক্ষিণ আফ্রিকা ৪৩৯/২, জোহানেসবার্গ, ২০১৫
ওয়েস্ট ইন্ডিজ ৩০৪/২, জোহানেসবার্গ ২০০৪

৪. দলীয় সর্বনিম্ন সংগ্রহ :
দক্ষিণ আফ্রিকা ১৪০/১০, কেপটাউন, ১৯৯৩
ওয়েস্ট ইন্ডিজ ৫৪/১০, কেপটাউন ২০০৪

৫. ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহক :
জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)- ৪০ ম্যাচে ১৬৬৬ রান
শিবনারায়ণ চন্দরপর (ওয়েস্ট ইন্ডিজ)- ৩৯ ম্যাচে ১৫৫৯ রান।

৬. ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস :
এবি ডি ভিলিয়ার্স ১৬২*, সিডনি ২০১৫
ক্রিস গেইল ১৫২*, জোসানেসবার্গ, ২০০৪

৭. ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট শিকারি :
শন পোলক (দক্ষিণ আফ্রিকা)- ৪৪ উইকেট
কার্ল হুপার (ওয়েস্ট ইন্ডিজ)- ২৭ উইকেট

৮. সেরা বোলিং ফিগার :
ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)- ৭/৪৫, সেন্ট কিটস, ২০১৬
সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)- ৬/২৭, প্রভিডেন্স, ২০১৬

এসএস/এমএস

আরও পড়ুন