ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হঠাৎই রদবদল হচ্ছে না ব্যাটিং লাইন আপে!

বিশেষ সংবাদদাতা | ব্রিস্টল, ইংল্যান্ড থেকে | প্রকাশিত: ০৫:১৫ এএম, ১০ জুন ২০১৯

তিনটি ম্যাচ খেলেছে একই দল নিয়ে। প্রথম ম্যাচে জিতলেও পরের দুই ম্যাচে হারের কারণে তুমুল গুঞ্জন, শ্রীলঙ্কার বিপক্ষে তাহলে কি দলে কোনো পরির্তন আনা হচ্ছে? একাদশে পরিবর্তন আনা নিয়ে দেশে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে বিস্তর। এসব আলোচনার কারণে কি একাদশে রদ বদলের কোনো চিন্তা চলছে?

এ বিষয়ে যিনি অনেক নির্ভরশীল তথ্য জানাতে পারবেন, তিনি হচ্ছেন দলীয় ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সোজা-সাপটা বলে দিলেন, ‘আসলে বাইরের রিঅ্যাকশন দেখে কি আর দল সাজানো হয়? আমাদেরকে অনেক হিসেব-নিকেশ করেই একাদশ চূড়ান্ত করতে হয়।’

সুজন বলেন, ‘একজন একটি দুটি ম্যচ খারাপ খেললেই যদি তাকে বাদ দিয়ে দিতে হয়- তাহলে তো মুশকিল। সেই ক্রিকেটার যে তার আগে এক বছর, দুই বছর বা ছয় মাস ভালো সার্ভিস দিয়ে গেছে- তাও তো মাথায় রাখতে হয়। এই যেমন মিঠুন- গত প্রায় একবছর সে বেশ ভাল সার্ভিস দিয়েছে। প্রয়োজনীয় সময় রান করেছে। এখন এক বা দুই ম্যাচে রান করেনি বলেই তাকে বাদ দিয়ে দিতে হবে? সৌম্য আর মিঠুনকে যদি এখন এক বা দুই ম্যাচে রান না পাওয়ায় বাদ দিতে হয়, তাহলে দলের ভারসাম্য ও স্থিতি যাবে কমে। প্লেয়ারদের মধ্যে একটি অনিশ্চয়তা চলে আসবে। তখন বাদ পড়ার শঙ্কায় পারফরমেন্স আরও খারাপ হবে।’

সুতরাং, বাইরে যতই আলাপ আলোচনা থাকুক, দলে সহসাই পরিবর্তন আসছে না। সুজন বলেন, ‘ভুলে গেলে চলবে না, আমাদের কাজ হলো ক্রিকেটারদের মনের দিক থেকে প্রফুল্লা ও চাঙ্গা রাখা। তারা যাতে ফ্রি খেলতে পারে, সামর্থ্যের সেরাটা উপহার দিতে পারে সেই চেষ্টাই করতে হবে। হুট করে কাউকে বাদ দিতে গেলে সেটা দলের জন্য বরং ক্ষতিই হবে।’

এআরবি/আইএইচএস

আরও পড়ুন