ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিবই হতে পারে আত্মনিবেদনের বড় আদর্শ

আরিফুর রহমান বাবু | ব্রিস্টল, ইংল্যান্ড থেকে | প্রকাশিত: ০২:১৫ এএম, ১০ জুন ২০১৯

মানা গেল, দল বিশ্বকাপের মঞ্চে খুব খারাপ খেলেনি। প্রথম দিন দক্ষিণ আফ্রিকার মত কঠিন প্রতিপক্ষকে হারিয়েছে। নিউজিল্যান্ডের মত অতি সমৃদ্ধ আর শক্তিশালী এবং এ মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা দলের সাথে সমানতালে লড়াই করে একদম শেষ মুহূর্তে গিয়ে হার মেনেছে। আর ইংল্যান্ডের সাথে পারেনি।

ইংল্যান্ড আসলে এখন দুর্দান্ত একটি দল। যাদের ব্যাটিংবোলিং অনেক বেশি সমৃদ্ধ ও শক্তিশালী। তারপরও যে পারফরমেন্সটা হয়েছে, সেটা কতটা সন্তোষজনক?

এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জাগো নিউজের সঙ্গে আলাপ করতে গিয়ে কারো নাম না উল্লেখ করলেও আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলেন, কেউ কেউ এখনো দলের সাথে পুরোপুরি সম্পৃক্ত হতে পারেননি। এবং কারো কারো ভাল খেলার পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে এবং সময়মত পালনের চেষ্টারও কমতি আছে।

তাই সুজনের মুখে এমন ব্যাখ্যা, ‘আসলে আমার মনে হয়, পারফরমেন্স ভাল-খারাপের চেয়ে অ্যাপ্রোচ-অ্যাপ্লিকেশন এবং আত্মনিবেদনটা খুব বেশি দরকারি। বিশ্বকাপের বিরাট আসরে ক্রিকেটারদের সবার দলের সাথে অনেক বেশি সম্পৃক্ততা দরকার। ভাল খেলার তাগিদটা খুব বেশি প্রয়োজন। আমি রান কম করতেই পারি। আবার বোলিংয়ের সময়ও কাঙ্খিত সাফল্য ধরা না দিতেই পারে; কিন্তু আমার চেষ্টাটা ঠিক ছিল কি না! আমি করনীয় কাজটি ঠিকমত করার চেষ্টা করেছি কি না! সেটাই দেখার। আমার কাছে দল কখন কি ডিমান্ড করছে, কোন সময় গিয়ে কি করা দরকার ছিল, আমি তা করার চেষ্টা করেছি কি না! সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। মোটকথা, দলের সাথে বেশি করে সম্পৃক্ত হওয়ার পর পাশাপাশি ভাল করার তাগিদ অনুভব করতে হবে বেশি করে।’

Sujon

এদিকে সাকিব আল হাসানের পারফরমেন্সে দারুণ খুশি বাংলাদেশ দলের ম্যানেজার। রীতিমত মুগ্ধ সুজন। লন্ডনে ঈদের দিন (৪ জুন) টিম হোটেল রিভার ব্যাংকের পার্ক প্লাজার লবির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ‘এবার আমি বিশ্বকাপে এক অন্য সাকিবকে দেখছি। তাকে আমি সেই শুরু থেকেই দেখে আসছি; কিন্তু এবারের বিশ্বকাপের সাকিব যেন ভিন্ন। এ এক নতুন সাকিব। মনেই হচ্ছিল, সাকিব বিশ্বকাপের জন্য নিজেকে অন্যভাবে তৈরি করেছে।’

সেটা কেমন? সুজন বলেন, ‘প্র্যাকটিস করছে মন-প্রাণ উজাড় করে। প্রচুর কষ্ট করছে। খুব সিরিয়াস। সবার সাথে মিশে গেছে আগের যে কোন সময়ের চেয়ে বেশি। জুনিয়রদের সাথে প্র্যাকটিস ও মাঠে কথা বলছে। প্রয়োজনীয় শলা পরামর্শ দিচ্ছে। কিছু অন্তর্মুখি সাকিবের এমন সম্পৃক্ততা সত্যিই আমার খুব ভাল লেগেছে। তখনই মনে হচ্ছিলো এবার সে কিছু একটা করবে। করছেও। মাঠেও পারফরমেন্স হচ্ছে দারুণ। বিশেষ করে, তিন খেলাতেই অসাধারণ ব্যাটিং করছে। অ্যাগ্রেসিভ ছিল।’

সাকিবের বোলিং নিয়ে সুজন বলেন, ‘উইকেট না পেলেও কাল (শনিবার) শুরুর দিকে বেশ কিছু ভাল ও সমীহ জাগানো ডেলিভারি ছুড়েছে। ভাগ্য ভাল থাকলে একাধিক উইকেটও পেতে পারতো। আমার মনে হয় সাকিব অবশ্যই বাকিদের জন্য অনুপ্রেরনার প্রতীক হতে পারে।’

এআরবি/আইএইচএস

আরও পড়ুন