বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরি সাকিবের
বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ দলকে ব্যাটে বলে নিয়মিত ভরসা দিয়ে যাচ্ছেন একজনই-সাকিব আল হাসান। আজ (শনিবার) বিশ্বকাপের টানা তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরি তুলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আগের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের বিপক্ষেও পেয়েছিলেন হাফসেঞ্চুরি। প্রোটিয়াদের বিপক্ষে করেন ৭৫ আর নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রান। এই ম্যাচেও ফিফটি পেলেন সাকিব। সবমিলিয়ে বিশ্বকাপে এটি তার নবম হাফসেঞ্চুরি।
বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের বিশ্বকাপে টানা তিন ম্যাচে ফিফটির রেকর্ড আছে কেবল মাহমুদউল্লাহ রিয়াদের। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন সাকিব।
৫৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন সাকিব, ৩ বাউন্ডারি আর ১ ছক্কার সাহায্যে। ওয়ানডে ফরমেটে এটি টাইগার অলরাউন্ডারের ৪৫তম হাফসেঞ্চুরি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৫ রান। সাকিব ৫৮ বলে ৫৭ আর মুশফিকুর রহীম ২৫ বলে ১৯ রানে অপরাজিত আছেন।
এমএমআর/এমএস