ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আম্পায়ারকে ফেলে সেঞ্চুরি উদযাপন করলেন জেসন রয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০৮ জুন ২০১৯

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নিজেদের চেনা রূপ ফিরে পেয়েছে ইংল্যান্ড। টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেছেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। উদ্বোধনী জুটিতে ১২৮ রান করেন এই দুই ব্যাটসম্যান।

ব্যক্তিগত অর্ধশতক তুলে বেয়ারস্টো আউট হলেও উইকেটে টিকে থাকেন রয়। তবে আগের থেকে আরো ঝড়ো গতিতে রান তুলতে থাকেন তিনি। উইকেটের সব প্রান্তে বাউন্ডারি মেরে যাচ্ছেন এই ব্যাটসম্যান।

ROY.jpg

ঝড়ো ব্যাটিংয়ের ফলে খুব দ্রুতই শতক তুলে ফেলেন রয়। ইনিংসে ২৭তম ওভারের মোস্তাফিজুর রহমানকে বাউন্ডারি হাঁকিয়ে ৯২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে সেঞ্চুরি উদযাপন করতে গিয়ে ঘটিয়ে ফেললেন এক কান্ড।

প্রান্ত বদলের পর উল্লাসের সময় দাঁড়িয়ে থাকা অনফিল্ড আম্পায়ার জোল উইলসনকে অজান্তেই ধাক্কা মেরে বসেন রয়। তার এই ধাক্কা সামলাতে না পারে মাটিতে লুটিয়ে পড়েন আম্পায়ার। এমনকি কিছুক্ষণের জন্য মাঠেই বসে থাকেন তিনি।

ROY.jpg

তবে খানিকের মধ্যেই আম্পায়ার আবার উঠে দাঁড়ান। খেলা আবার স্বাভাবিক ভাবে চলতে থাকে। তবে এই সেঞ্চুরির উদযাপনটি হয়তো অনেকদিনই মনে থাকবে জেসন রয়ের, মনে থাকবে আম্পায়ার উইলসনেরও।

এএইচএস/এমএমআর/এমএস

আরও পড়ুন