টানা দ্বিতীয় ফিফটি করে বিদায় নিলেন সাকিব
বাংলাদেশ দলের সত্যিকারার্থেই নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন তিনি। সে সঙ্গে তিনি কেন বিশ্বসেরা অলরাউন্ডার, তারও প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন ৭৫ রানের অসাধারণ এক ইনিংস। মুশফিকুর রহীমের সঙ্গে গড়েছিলেন ১৪২ রানের দুর্দান্ত এক জুটি।
এবার টানা দ্বিতীয় ম্যাচে এসে ফিফটি করলেন সাকিব। নিউজিল্যান্ডের বোলারদের আগুনে বোলিংয়ের সামনে যখন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করেছে বাংলাদেশ, তখন ব্যতিক্রম শুধু সাকিবই। একপ্রান্ত আগলে রেখে টানা দ্বিতীয় ম্যাচে এসে হাফ সেঞ্চুরি পূরণ করলেন তিনি।
মুশফিকুর রহীমের সঙ্গে ৫০ রানের জুটি গড়ার পর মোহাম্মদ মিঠুনের সঙ্গে মিলে বাংলাদেশের রানকে তিনি নিয়ে যাচ্ছেন একটা চ্যালেঞ্জিং স্কোরের দিকে। এরই পথে ৫৪ বলে ক্যারিয়ারে ৪৪তম হাফ সেঞ্চুরি পূরণ করেন সাকিব।
শেষ পর্যন্ত ৬৪ রানের ইনিংস খেলে আউট হয়ে যান সাকিব। কলিন ডি গ্র্যান্ডহোমের বলে খেলতে গিয়েছেলেন সাকিব। কিন্তু বল তার ব্যাটের কানায় চুমু দিয়ে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৩০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান। ১২ রান নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ মিঠুন, তার সঙ্গী মাহমুদউল্লাহ রয়েছেন ১ রানে।
আইএইচএস/এমএস