ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে সানিয়ার অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৪ জুন ২০১৯

‘আনপ্রেডিক্টেবল’ তকমাটা যেন পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গেই খাটে। কিছুদিন আগেই যেই ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে গতকাল বিশ্বকাপে তাদেরকেই হারিয়ে দিয়েছে তারা। এ নিয়ে টানা এগারো ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরল সরফরাজ আহমেদের দল। তাদের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ, বাবর আজম ও সরফরাজের অর্ধশতকে স্বাগতিকদের বিপক্ষে ৩৪৮ রানের বড় সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে জস বাটলার ও জো রুটের জোড়া শতকের পরেও ১৪ রানে হারে থ্রি লায়ন্সরা।

পাকিস্তানের দারুন এই জয়ে উচ্ছ্বসিত দলটির তারকা খেলোয়াড় শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ নিয়ে মন্তব্য করেন তিনি।

সানিয়া লিখেন, ‘অসাধারণ এই জয়ে পাকিস্তানকে অভিনন্দন জানাই। আনপ্রেডিক্টেবল দলের মতোই ফিরে এসেছে তারা। যেটা সবসময়েই করে থাকে। ওয়ার্ল্ড কাপ এখন আগের থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠেছে।’

সানিয়া আরও লিখেন, ‘খেলাকে ভালো না বেসে আপনি কিভাবে থাকতে পারেন? দারুণ এবং অবিশ্বাস্য। বিশ্বকাপে কোন ফেবারিট নেই। আপনার খেলার উপরই নির্ভর করছে আপনি ভাল না খারাপ দল। ক্রিকেট বিশ্বকাপ আবার জাগ্রত হয়েছে।’

যুগ যুগ ধরে একে অপরের সঙ্গে যুদ্ধে লেগে আছে পাকিস্তান-ভারত। এমন সম্পর্কের পরেও ২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটারকে বিয়ে করেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ২০১৮ সালের অক্টোবরে ফুটফুটে এক ছেলে সন্তান হয় এই দম্পতির।

এছাড়াও পাকিস্তানের এই জয় নিয়ে টুইট করেছেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ওয়াসিম আকরামের স্ত্রী শানায়রা আকরাম। সরফরাজের দলকে ট্রফি দেশে নিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। শানায়রা লিখেন, ‘এগিয়ে যাও পাকিস্তান। ট্রফিটা দেশে নিয়ে আসো।’

এএইচএস/এসএএস/জেআইএম

আরও পড়ুন