দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মাশরাফি
বাংলাদেশে বুধবার কিংবা বৃহস্পতিবার হতে পারে পবিত্র ঈদ-উল ফিতর। এক মাস সিয়াম-সাধনার পর ঈদের উৎসবে মেতে উঠবেন বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। তবে এবারের ঈদটা দেশে কাটাতে পারছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। বিশ্বকাপ মিশনে থাকায় ঈদটা ইংল্যান্ডেই কাটাতে হবে মাশরাফি বিন মর্তুজা-সাকিব আল হাসানদের।
লন্ডনে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। যদি আজ না দেখা যায়, তাহলে বুধবার হবে ঈদ-উল ফিতর। ঈদে দেশ থেকে দূরে থেকেও দেশবাসীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না মাশরাফি। বাংলাদেশি এক সংবাদমাধ্যকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ অধিনায়ক।
ভিডিও সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। ভাল থাকবেন দোয়া করবেন। আমাদের খেলাই ঈদ।’
মাশরাফি ছাড়াও সেখানে তার সাথে ছিলেন স্ত্রী সুমনা হক সুমি। ঈদটা কিভাবে কাটাবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখনো ঈদটা আসুক, তাহলে বলতে পারব। এমনি বলতে গেলে ভালোই লাগছে।’ এছাড়া তার সন্তানরাও সবাইকে ঈদ শুভেচ্ছা জানান।
ঈদের আগেই দেশবাসীকে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে উড়ন্ত সূচনা করে টাইগাররা। মাশরাফিদের দ্বিতীয় ম্যাচ আগামী ৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। সেদিন টাইগাররা কিউইদের হারালে আরেকটা ঈদ বোনাস পাবে দেশবাসী।
এএইচএস/আইএইচএস/এসআর