ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লন্ডনে ১৫ পাউন্ডে বিক্রি হচ্ছে লাল-সবুজের জার্সি

বিশেষ সংবাদদাতা | লন্ডন থেকে | প্রকাশিত: ১১:২৪ পিএম, ০১ জুন ২০১৯

প্রিয় জাতীয় দলের বিশ্বকাপ প্রথম ম্যাচকে সামনে রেখে গোটা বাংলাদেশ উত্তাল, উন্মুখ অপেক্ষা। এদিকে প্রবাসী বাঙ্গালীরাও কম যাচ্ছেন না।

প্রিয় জাতীয় দলকে উৎসাহ জোগাতে, অনুপ্রাণিত করতে এবং মাঠে এসে অকুন্ঠ সমর্থন জোগাতে প্রবাসী বাঙ্গালীদের উৎসাহ-উদ্দীপনার কমতি নেই।

পূর্ব লন্ডনে বাঙ্গালী অধ্যুসিত এলাকায় পা রাখলেই মিলছে এর পূর্বাভাস। বিভিন্ন দোকানে বাংলাদেশের লাল সবুজ জার্সি বিক্রি হচ্ছে দেদারসে।

jersey

এসব জার্সি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ১৫ পাউন্ডে বিক্রি হচ্ছে জার্সি। সবুজ ও লাল দুই রংয়ের জার্সিই পাওয়া যাচ্ছে ১৫ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬০০ টাকা।

এত উচ্চমূল্য হলেও জার্সি কিনতে কার্পণ্য নেই প্রবাসী বাংলাদেশিদের। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জার্সি গায়ে গ্যালারি মাতাতে দোকানে দোকানে ভিড় করে রেখেছেন তারা।

এআরবি/এসএএস

আরও পড়ুন