ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অবশ্যই বিশ্বকাপ জিততে এসেছি : হোল্ডার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ৩১ মে ২০১৯

দুর্দান্ত এক জয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ম্যাচে আজ ৭ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে তারা। বিশ্বকাপের শুরুতেই এমন জয়ে উচ্ছ্বসিত জেসন হোল্ডারের দল।

ম্যাচে টস জিতে শুরুতেই পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠায় উইন্ডিজ। ওশানে থমাস, জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেলের তোপে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় সরফরাজ আহমেদের দল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে গেইলের হাফসেঞ্চুরিতে ২১৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়রা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার এই জয় নিয়ে বলেন, ‘জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চেয়েছিলাম আমরা। এই ম্যাচটির জন্য মুখিয়ে ছিলাম এবং তা ভালোভাবেই কেটে গেছে। অবশ্যই বিশ্বকাপ জিততেই এখানে এসেছি। কিন্তু আমি চাই খেলার মজাটা নিতে, ভয়ডরহীন ক্রিকেট খেলতে এবং দেশের সমর্থকদের গর্বিত করতে।’

ম্যাচ জয়ের নায়ক থমাসকে নিয়ে হোল্ডার বলেন, ‘ওশানে থমাস একজন ভালো তরুণ বোলার। আমরা জানি একটা সময় সে অনেক রান দিতে পারে কিন্তু সে একজন সত্যিকারের উইকেটশিকারি।’

অপর দিকে টানা ১১ ম্যাচ হেরে নিজেদের ইতিহাসে টানা হারের রেকর্ড গড়ল সরফরাজ আহমেদের দল। তারপরও দ্বিতীয় ম্যাচে নিজেদের জয় নিয়ে আশাবাদী পাকিস্তান অধিনায়ক।

সরফরাজ বলেন, ‘ইংলিশ কন্ডিশনে আপনি যদি টসে হেরে যান, তাহলে ম্যাচ জেতা কঠিন। আমরা শুরুতেই অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছি। এর কারণে আর ম্যাচে ফিরে আসতে পারিনি। এই ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি, কিন্তু আমরা আশাবাদী যে পরবর্তী ম্যাচে ভালো খেলব। আর এই জন্য আমাদের ইতিবাচকভাবে খেলা দরকার।’

এএইচএস/এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন