ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় হার, সঙ্গে আরেকটি লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:১০ পিএম, ৩১ মে ২০১৯

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করতে চায় সবাই। ব্যতিক্রম চায়নি পাকিস্তানও। কিন্তু ঘটনা ঘটল তার উল্টোটা। আজ (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের লজ্জাজনক এক হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল সরফরাজ আহমেদের দল।

ক্যারিবিয়ানদের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। ওশানে থমাস, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডারদের তোপে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। সহজ এই টার্গেট তাড়া করতে নেমে ২১৮ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

বলের হিসেবে এটাই বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় হার। এর আগে ১৯৯৯ বিশ্বকাপে ১৭৯ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছিল দলটি।

আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানেই অলআউট হওয়া ইনিংসটা বিশ্বকাপ ইতিহাসে পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে কম ৮৪ রানে অলআউট হয়েছিল তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে আরেকটি রেকর্ড করেছে পাকিস্তান। আজ নিয়ে এখনো পর্যন্ত ওয়ানডেতে টানা ১১ টি ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। যেটা তাদের ইতিহাসে টানা ম্যাচ হারার রেকর্ড। এর আগে ১৯৮৭ সালের অক্টোবর থেকে ১৯৮৮ সালের মার্চ পর্যন্ত টানা ১০টি ম্যাচ হেরেছিল পাকিস্তান।

আগামী ৩ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।

এএইচএস/এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন