ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আমরা এখানে জিততে এসেছি : লিটন

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৬ পিএম, ৩০ মে ২০১৯

বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দূরদৃষ্টি বিশ্বকাপ শিরোপায় রেখে প্রাথমিকভাবে সেমিফাইনালের খেলার লক্ষ্য স্থির করেছে মাশরাফি বিন মর্তুজার দল।

সে লক্ষ্যে টাইগারদের পেছনে রয়েছে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের সুখস্মৃতি। প্রায়ই একই কন্ডিশন হওয়ায় ইংল্যান্ডেও ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খুব একটা লড়াই করতে পারেনি টাইগাররা। ভারতের বিপক্ষে ম্যাচে বোলারদের ব্যর্থতায় প্রতিপক্ষ দাঁড় করায় ৩৫৯ রানের সংগ্রহ। জবাবে লিটন কুমার দাস ও মুশফিকুর রহীমের ফিফটির পরেও বাংলাদেশ থামে ২৬৪ রানে।

সে ম্যাচের ফলাফলকে মাথায় রাখতে চাইছেন না দলের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন কুমার দাস। তার পূর্ণ মনোযোগ এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের দিকেই। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে তিনিও জানালেন জয়ের কথাই।

আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলতে এরই মধ্যে লন্ডন পৌঁছেছে টাইগাররা। সেখানেই সংবাদমাধ্যমে লিটন বলেন, ‘কোনোকিছুই সহজ হবে না। দক্ষিণ আফ্রিকা দলের বোলিং আক্রমণ ভালো, ব্যাটসম্যানও রয়েছে দারুণ। তারা এই কন্ডিশনের সঙ্গেও অভ্যস্ত। তাই এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। তবে তার মানে এই না যে আমরা পারবো না।’

লিটন আরও বলেন, ‘আমরা যদি নির্দিষ্ট দিনগুলোতে ভালো খেলি তাহলে আমরা জিতবো। এটা শুধু প্রথম ম্যাচ বলেই নয়। শেষ ম্যাচ হলেও আমাদের জয়ের কথাই ভাবতে হবে। কারণ আমরা এখানে জিততে এসেছি। তাই জয়ের মানসিকতা নিয়েই প্রতি ম্যাচে নামতে হবে।’

এআরবি/এসএএস/পিআর

আরও পড়ুন