শ্রীলঙ্কান ক্রিকেটকে সরাসরি ‘না’ বলে দিলেন জয়াবর্ধনে
আসন্ন বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের কোচিং স্টাফের বেশ গুরুত্বপূর্ণ একজন সদস্য হওয়ার প্রস্তাব পেয়েছিলেন সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। তবে সেই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে তা আর গ্রহণ করেননি তিনি। সম্প্রতি 'দ্য সান্ডে টাইমস'কে দেয়া এক সাক্ষাৎকারে চমকপ্রদ এই তথ্য জানালেন জয়াবর্ধনে নিজেই।
সাবেক লঙ্কান অধিনায়ক জানান, বিশ্বকাপে শ্রীলঙ্কার সাজঘরের দায়িত্ব বুঝে নিতে দেশটির ক্রীড়া মন্ত্রীর এবং লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সিইও তাকে অনুরোধ করেছিলেন। তবে তিনি তা পালনে অনীহা প্রকাশ করেন।
এর কারণে সম্পর্কে জয়াবর্ধনের জবাব, 'আমাকে দলে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আমার বেশ কিছু জায়গায় কথা দেয়া আছে। তার চেয়ে বড় কথা, দলে আমার ভূমিকা কি হবে তা আমি স্পষ্ট বুঝতে পারিনি।'
২০০৭ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়া জয়াবর্ধনে আরও বলেন, 'কৌশলগতভাবে দলে আমাকে অন্তর্ভুক্ত করার কোনো উপায় নেই। এসএলসি'র গাঠনিক কোনো সিদ্ধান্তে আমার মত নেয়া হয় না। দল ইতোমধ্যেই ঘোষণা হয়ে গেছে। সব প্রস্তুতিও এরইমধ্যে শেষ। এমন কোনো জায়গা নেই যেখানে এসে আমি কিছু সংযোজন-বিয়োজন করতে পারবো।'
এদিকে লঙ্কান ক্রিকেট বোর্ডের উপর জয়াবর্ধনে যে কিছুটা ক্ষুদ্ধ তাও এসময় বেড়িয়ে আসে। বেশ কিছুদিন ধরে দুরাবস্থার মধ্যে দিয়ে যাওয়া শ্রীলঙ্কান ক্রিকেট গৌরবময় এক জায়গা থেকে কীভাবে এমন অবস্থায় পৌঁছালো এবং এ অবস্থা থেকে উত্তরণের জন্য কী কী ব্যবস্থা নেয়া উচিত তার সুপারিশ রেখে গত বছর এসএলসিকে একটি প্রতিবেদন পাঠিয়েছিল দেশটির সাবেক তিন ক্রিকেটার। যার মধ্যে ছিলেন জয়াবর্ধনে নিজেও। কিন্তু এসএলসি সেই প্রতিবেদনকে পাত্তাই দেয়নি।
বিষয়টি প্রকাশ্যে এনে বর্তমানে কোচিং পেশার সঙ্গে জড়িত সাবেক এই ক্রিকেটার বলেন, 'আট মাস সময় নিয়ে আমরা একটি পেশাদার ক্রিকেট অবকাঠামোর নকশা তৈরি করেছিলাম। কীভাবে তা কার্যকর করা যায় সেটার দায়িত্বও আমরা নিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। তবে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টে আমার কিছু ভূমিকা এখনো আছে। আর এতেই আমি খুশি। তবে এর সঙ্গে এসএলসি'র কোনো যোগসূত্র নেই। যে জায়গা আমার জন্য উপযুক্ত নয়, সে জায়গায় কাজ করতে আমার কোনো আগ্রহও নেই।'
এসএস/জেআইএম