বিশ্বকাপ জিতবে পাকিস্তান, বললেন ওয়াহাব
বলতে গেলে প্রায় শেষ মুহূর্তে পাকিস্তানের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন পেসার ওয়াহাব রিয়াজ। ২০১৭ সালে সবশেষ রঙিন পোশাকে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে পেসারদের ভরাডুবি কপাল খুলে দিয়েছে তার। মোহাম্মদ আমিরের মতো তিনিও তাই বোলিং ইউনিটে ভারসাম্য আনতে পেয়েছেন বিশ্বকাপ খেলার টিকেট।
এদিকে সবশেষ ১০ আন্তর্জাতিক ওয়ানডে হারলেও পাকিস্তানের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব বলে মনে করছেন ওয়াহাব। তিনি জানান, অনেকগুলো ইতিবাচক দিক নিয়ে তারা এবারের বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।
যার মধ্যে রয়েছে ইংল্যান্ডে প্রচুর দর্শক সমর্থন আর সেখানকার উইকেট। এ ছাড়াও ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বৈশ্বিক আসরগুলোতে তাদের সাফল্য বেশ ঈর্ষণীয়। মূলত এগুলোই পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে অনুপ্রেরণা জোগাবে বলে বিশ্বাস ওয়াহাবের।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এই ফাস্ট বোলার বলেন, 'ইংল্যান্ডে আমরা প্রচুর সমর্থন পাবো। আমরা এই জায়গা খুব পছন্দ করি, কারণ এটা আমাদের দ্বিতীয় ঘর। এখানে, ২০০৯ এবং ২০১৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জয় আমাদেরকে অনেক এগিয়ে রাখবে।'
ইংল্যান্ডের উইকেট নিয়ে এই পেসার আরও বলেন, 'এই ধরনের উইকেটে সাধারণত বল অনেক উঁচুতে ওঠে। এটা আমাদের শক্তির দিক। সুতরাং, এটাই সঠিক সময় কৌশলগুলো কাজে লাগানোর।'
এসএস/আরআইপি