ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখার অনুমতি পেলো পাকিস্তানিরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২৫ মে ২০১৯

প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল এবারের বিশ্বকাপে স্ত্রী-সন্তান তথা পরিবারের সদস্যের সঙ্গে রাখতে পারবে না পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড়রা। প্রবল সমালোচনার মুখে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্ত্রী-সন্তানদের নিষিদ্ধ করার একদিন পরই উঠিয়ে নেয়া হয়েছে সে নিষেধাজ্ঞা, অনুমতি দেয়া হয়েছে সঙ্গে রাখার। তবে এতেও আবার শর্ত রেখেছে পিসিবি। আগামী ১২ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে পাকিস্তানের ৪র্থ ম্যাচের পরেই স্ত্রী-পরিবাররা যোগ দিতে পারবেন খেলোয়াড়দের সঙ্গে।

তবে কোনো খেলোয়াড় যদি তার পরিবারের সদস্যদের ইংল্যান্ডে রাখতে চায়, সেক্ষেত্রে সব ব্যবস্থা করতে হবে সেই নির্দিষ্ট খেলোয়াড়কেই। এমনকি দলের সঙ্গে যাতায়াত কিংবা এক হোটেলে থাকার ব্যবস্থাও করবে না পিসিবি। সবই ঠিক করতে হবে নির্দিষ্ট খেলোয়াড়দের।

বিশ্বকাপে পাকিস্তানের মিশন শুরু হবে দ্বিতীয় দিন, ৩১ মে। যেখানে তাদের প্রতিপক্ষ দুইবারের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজ। তবে তার আগে ২৪ মে (শুক্রবার) আফগানিস্তান ও ২৬ মে বাংলাদেশের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে সরফরাজ আহমেদের দল।

এসএএস/এমকেএইচ

আরও পড়ুন