মার্ক উডের চোটে ৮ বছর পর ইংলিশ জার্সিতে কলিংউড
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১১ সালে। মাঝে খেলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, দেশের ঘরোয়া ক্রিকেট কিংবা প্রদর্শনীমূলক ম্যাচে। খেলোয়াড় হিসেবে সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত বছর। মাঝে গায়ে চাপানো হয়নি জাতীয় দলের জার্সি।
তবে আজ প্রায় ৮ বছর পর সে সুযোগ পেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পল কলিংউড। তবে আন্তর্জাতিক ম্যাচে নয়, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বাধ্য হয়েই মাঠে নেমেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচের ৭ম ওভারে বোলিং করার সময় পায়ে চোট পান মার্ক উড। ইনজুরির তালিকায় তিনি স্বাগতিকদের পঞ্চম ক্রিকেটার। সে ওভারেই বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পান জোফ্রা আর্চারও। তবে তিনি মাঠে ফেরেন দ্রুতই।
এদিকে মার্ক উড মাঠ ছেড়ে গেলে মাঠে থেকে যায় মাত্র ১০ জন ইংলিশ ক্রিকেটার। তাই বাধ্য হয়েই ১১ জন পূরণ করার জন্য ইংল্যান্ডের জার্সি চাপিয়ে মাঠে নেমে পড়েন দলের সহকারী কোচ, ৪২ বছর বয়সী মার্ক কলিংউড।
দাদার মৃত্যুতে দলের সঙ্গে নেই জো রুট, আগের ইনজুরিতে মাঠের বাইরে ইয়ন মরগ্যান এবং আদিল রশিদ। আজ মাঠে নেমে চোট পেলেন মার্ক উড, ব্যথা পান আর্চারও। ১৫ জনের একাদশের ৫ জনই যখন থাকেন চোটগ্রস্ত, তখন মাঠে একাদশ নিয়েই নামাই তো মুশকিল! তাই বাধ্য হয়েই সমস্যার সমাধান করতে মাঠে নেমেছেন কলিংউড।
এদিকে ম্যাচে টসে হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। ডেভিড ওয়ার্নার ৪৩ ও অ্যারন ফিঞ্চ আউট হয়েছেন ১৪ রান করে।
এসএএস/এমকেএইচ