ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘আমরা এবার বিশ্বকাপ জিততে পারি, তবে...’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:০২ পিএম, ২৩ মে ২০১৯

বিশ্বকাপের বাকি আর মাত্র ৭ দিন। চারদিকে শুরু হয়ে গেছে বিশ্বকাপের নানান গুঞ্জন, বইতে শুরু করেছে বিশ্ব ক্রিকেটে উদ্দাম হাওয়া। বিশ্বের বড় বড় বিশ্লেষকরা এরই মধ্যে জানাতে শুরু করেছেন কারা বাজিমাত করতে পারে বিশ্বকাপে, কারা হতে পারে চমক দেয়া দল।

প্রায় সব বিশেষজ্ঞের মতেই এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট স্বাগতিক ইংল্যান্ড এবং ফর্মের চূড়ায় থাকা ভারতীয় ক্রিকেট দল। তাদের মতে, এদের কেউই জিতবে বিশ্বকাপের শিরোপা। তবে এতে সায় নেই বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

টাইগারদের সহ-অধিনায়ক মনে করেন, ফেবারিট তকমা থাকলেই যে চ্যাম্পিয়ন হয়ে যাবে ভারত বা ইংল্যান্ড- এমন কথার কোনো ভিত্তি নেই। টুর্নামেন্টজুড়ে যে দল পরিশ্রম করবে, ধারাবাহিক খেলবে তারাই করবে বাজিমাত।

ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘ভারত এবং ইংল্যান্ড নিঃসন্দেহে ফেবারিট। তবে এটাই তাদের শিরোপা দিয়ে দেবে না। বিশ্বকাপের মতো বড় আসরে বাজিমাত করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়াও দুর্দান্ত খেলছে। ঠিক সময়ে এসে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সত্যি বলতে সব দলই লড়াই করতে প্রস্তুত। এখন বিষয়টা নির্ভর করছে নির্ধারিত দিনে কারা ভালো খেলে।’

এবারের বিশ্বকাপে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা দল গড়েছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে টাইগারদের ফর্মও আশা জাগাচ্ছে বিশ্বকাপে ভালো ফল পাওয়ার ব্যাপারে। এমনকি সাকিবও মনে করছেন, এবার বিশ্বকাপ জেতার সত্যিকারের সুযোগ রয়েছে বাংলাদেশ দলের। তবে এক্ষেত্রে একটি অবশ্য করণীয় শর্তও রয়েছে তার।

বিশ্বসেরা অলরাউন্ডারের মতে, ‘আমি মনে করি এবার আমাদের বিশ্বকাপ জেতার সত্যিকারের সুযোগ রয়েছে। তবে ফরম্যাটের কথা চিন্তা করলে, একটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। আমরা যদি এটা নিশ্চিত করতে পারি, তাহলে সেমিফাইনালে খেলার টিকিট পেয়ে যাবো এবং সেখান থেকে সামনের দিকে যেতে হবে। এবার আমরা ভালো করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’

কথায় বলা হয়, যেদিন ভালো খেলেন সাকিব, সেদিন ভালো খেলে বাংলাদেশ। তাই এ বিশ্বকাপের জন্য নিজেকে সেভাবেই প্রস্তুত করেছেন সাকিব। ক্রিকেটের বিশ্বমঞ্চে নিজের সেরাটা ঢেলে দিতে উদগ্রীব হয়ে আছেন তিনি।

সাকিবের ভাষ্যে, ‘ব্যক্তিগতভাবে আমি চাই এবারই বিশ্বকাপ জিতে নেক বাংলাদেশ। তবে এ স্বপ্ন সত্যি হতে বেশকিছু বিষয় একসঙ্গে কাজে লাগাতে হবে। আমি এবারের আইপিএলে খুব বেশি ম্যাচ খেলিনি। তবে আমি নিজের খেলা নিয়ে অনেক কাজ করেছি। বিশ্বকাপের জন্য অনুশীলনে নিজের সেরাটা ঢেলে দিয়েছি, যাতে ভালো করার সব প্রস্তুতি নিতে পারি।’

এসময় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড সম্পর্কে নিজের মূল্যায়নে সাকিব বলেন, ‘আমি মনে করি আমাদের এবারের দলটা অনেক শক্তিশালী। তবে আমি বোলিং নিয়ে খানিক চিন্তায় আছি। নতুন বল কিংবা ডেথ ওভারে বোলিং- আমাদের কাজ করতে হবে। তবে আমি আশাবাদী এবার আমরা ভালো একটা টুর্নামেন্ট কাটাবো। আমাদের অভিজ্ঞতা আছে। ৩-৪টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা খেলোয়াড় রয়েছে দলে। যে কারণে আমরা জানি আমাদের করণীয় সম্পর্কে। শুরু থেকেই ভালো খেলার ধারাটা পেতে। আমি আত্মবিশ্বাসী। যার যার দিনে যে কেউ যেকোনো দলকে হারাতে পারে। টুর্নামেন্ট জেতার জন্য ধারাবাহিকতাই সবচেয়ে বড় ফ্যাক্টর হবে।’

২৪ মে থেকে শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের ম্যাচ দুটি হলো ২৬ ও ২৮ মে, দুটোই হবে কার্ডিফে। সেখানে ২৬ মে ভারত ও ২৮ মে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে টাইগাররা। পরে ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে পুরো দল। আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

এসএএস/পিআর

আরও পড়ুন