ব্যাট হাতেই জবাব দিতে প্রস্তুত ওয়ার্নার
একজন ওয়ার্নার দলের জন্য কি, সেটা গত এক বছরে হাড়ে হাড়েই টের পেয়েছে অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞার কারণে এই ওপেনারকে ছাড়াই চলতে হয়েছে অজিদের, তবে সেই হা-হুতাশ কেটে গেছে বিশ্বকাপের আগে। দলে ফিরেছেন মারকুটে ওয়ার্নার, টপ অর্ডারেও শক্ত এক স্তম্ভ ফিরে পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তিন ফরমেটেই অস্ট্রেলিয়া দলের সেরা ওপেনার এই ওয়ার্নার। তার পক্ষ হয়ে মুখ খুলবে তো রেকর্ডই। যেহেতু ওয়ানডে বিশ্বকাপ। তার ওয়ানডে পরিসংখ্যানটাই দেখে নেয়া যাক। নিষেধাজ্ঞায় পড়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১০৬টি ওয়ানডে খেলেছেন ওয়ার্নার। গড় ৪৩.৪৩। ৯৬.৫৫ স্ট্রাইক রেটটাও ঈর্ষণীয়। ১৪টি সেঞ্চুরির সঙ্গে আছে ১৭টি হাফ সেঞ্চুরি।
নিজের দিনে যে কোনো প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দেয়ার সামর্থ্য রাখেন ওয়ার্নার। আর যেদিন দাঁড়িয়ে যান, সেদিন ইনিংসটাও বড় করে ফেলেন হেসেখেলে। তার ১৪টি ওয়ানডে সেঞ্চুরির দিকে তাকান না, ৫টিই দেড়শোর্ধ্ব ইনিংস! এর মধ্যে ৪টি ইনিংস আবার ১২০-এর উপর স্ট্রাইকরেটে, বাকি একটিও একশর বেশিতে। বোঝাই যাচ্ছে, শুধু খেলেন না, প্রতিপক্ষকে কাঁদিয়ে ফেলতেও জুড়ি নেই ওয়ার্নারের।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মেও আছেন। অস্ট্রেলিয়ার হয়ে গত এক বছর না খেললেও এবারের আইপিএলে ব্যাট থেকে রানের ফুলঝুড়ি ছুটেছে ওয়ার্নারের। ১২ ম্যাচ খেলে ৬৯.২০ গড়ে করেছেন ৬৯২ রান। প্লে-অফের আগেই সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে আসলেও এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটা নিজের সঙ্গে নিয়েই ফিরেছেন। এবার এই ফর্মটা বিশ্বকাপে ধরে রাখতে পারলেই হয়!
এমএমআর/আইএইচএস/পিআর