ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হোপের ব্যাটে ‘আশা’ দেখছেন হোল্ডার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:২২ পিএম, ১১ মে ২০১৯

ইংরেজি শব্দ হোপের (Hope) বাংলা অর্থ আশা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ যেন সেই আশাই দেখাচ্ছেন তার অধিনায়ক জেসন হোল্ডারকে।

সাম্প্রতিক ফর্মে ওয়েস্ট ইন্ডিজের সেরা ক্রিকেটার হোপ। ভারতের মাটিতে সেঞ্চুরি, বাংলাদেশের মাটিতে জোড়া সেঞ্চুরির পর এবার আয়ারল্যান্ডের মাটিতেও জোড়া সেঞ্চুরি করেছেন ডানহাতি এ ওপেনার।

শুধু তাই নয়, ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে এক জোড়া রেকর্ড গড়ে স্বদেশী দুই কিংবদন্তি ব্রায়ান লারা এবং স্যার ভিভ রিচার্ডসকেও পেছনে ফেলে দিয়েছেন হোপ। তাই তো হোপের ব্যাটে হোল্ডার আশা দেখছেন তিনিই (হোপ) হবেন ক্যারিবীয়দের ওয়ানডে ইতিহাসের সেরা ব্যাটসম্যান।

এতদিন ধরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে কম ইনিংসে ২০০০ ওয়ানডে রান করার রেকর্ড ছিলো স্যার ভিভের। তিনি করেছিলেন ৪৮ ইনিংসে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজের ৪৭তম ইনিংসেই ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন শাই হোপ। নিচে নামিয়ে দেন কিংবদন্তি ভিভকে।

এছাড়াও ক্যারিবীয়দের হয়ে সবচেয়ে কম সময়ে ২০০০ ওয়ানডে রান পূরণ করার নতুন রেকর্ডও নিজের করে নিয়েছেন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান হোপ। অভিষেকের ২ বছর ১৭৩ দিনের মাথায় ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আগের রেকর্ড ছিল বাঁহাতি তারকা ব্যাটসম্যান ব্রায়ান লারার, ২ বছর ৩৬১ দিনে।

এ দুই কিংবদন্তি রেকর্ড ভাঙায় হোপের ব্যাটে আশা দেখছেন হোল্ডার। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘গত দুই বছরে শাই হোপ আমাদের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার। সে ২০০০ ওয়ানডে রান করা দ্রুততম ক্রিকেটার, যেটা সত্যিই দুর্দান্ত এক অর্জন। আমি এ তালিকাটা দেখেছি। সে যদি একই ধারাবাহিকতায় খেলে যেতে পারে, তা হলে নিশ্চিতভাবেই আমাদের ইতিহাসে সেরা ওয়ানডে ক্রিকেটার হতে পারবে।’

হোল্ডার আরও বলেন, ‘হোপ যেমন পারফরম্যান্স করছে সাম্প্রতিক সময়ে, আমরা ঠিক তেমনটাই খুঁজছি দীর্ঘদিন ধরে। সে এখনো পর্যন্ত যা করেছে তাতে আমি বেশ খুশি। আমি জানি ছেলেরা কঠোর পরিশ্রম করছে এবং শৃঙ্খলাপরায়ণ হয়ে উঠেছে।’

এসএএস/জেআইএম

আরও পড়ুন