বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশ, বিসিবির আয়োজনে টি-টোয়েন্টি সিরিজ!
স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বড় পরিসরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ দুটি হবে বিশ্ব একাদশ আর এশিয়া একাদশের মধ্যে।
বৃহস্পতিবার বিসিবির একটি সূত্র এমন পরিকল্পনার কথা জানিয়েছেন। এই দুটি ম্যাচ আগামী বছরের (২০২০) মার্চে ১৯ এবং ২০ তারিখে হওয়ার কথা রয়েছে। তবে এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি।
বিসিবির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘আমরা একটি প্রস্তাব তৈরি করে পাঠিয়েছি। যাতে করে আমরা বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি আয়োজন করে সেরা খেলোয়াড়দের পেতে পারি।’
বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তবে ম্যাচ দুটি কোন ফরমেটে হবে কিংবা কারা কারা থাকবেন সে বিষয়ে কিছু বলতে রাজি হননি।
পাপন বলেন, ‘আগামী বছর আমরা বঙ্গবন্ধুর শততম জন্মদিন এবং দেশের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করব। আমরা এমন কিছু করতে চাইছি যাতে বিশ্বের মনোযোগ আকর্ষণ করতে পারি।’
এমএমআর/এমকেএইচ