ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘আফ্রিদি তো কমই বলেছে, সিনিয়ররা ব্যাট দিয়ে পেটাতেও চাইতো’

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৯ মে ২০১৯

শহীদ আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ প্রকাশের পর থেকে বেরিয়ে আসছে বিস্ফোরক সব তথ্য। পাকিস্তানের কিংবদন্তি এই অলরাউন্ডার তার আত্মজীবনীতে অজানা অনেক বিষয় ফাঁস করেছেন।

এর মধ্যে জাভেদ মিঁয়াদাদের মতো সিনিয়র কয়েকজনের নাম উল্লেখ করে তাদের দোষারূপ করেছেন আফ্রিদি। তার দাবি, খেলোয়াড়ি জীবনে সিনিয়রদের অনেক অত্যাচার সইতে হয়েছে জুনিয়র হিসেবে।

আফ্রিদির এমন অভিযোগের সঙ্গে একমত পোষণ করেছেন তারই সাবেক সতীর্থ শোয়েব আখতার। পাকিস্তানের এক সময়ের মাঠ কাঁপানো এই গতিতারকা বলছেন, এমন বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছিল তাকেও।

সিনিয়ররা কেমন অত্যাচার করতেন সেটি উল্লেখ করতে গিয়ে শোয়েব আখতার বলেন, ‘একবার অস্ট্রেলিয়া সফরের সময় চারজন খেলোয়াড় তো আমাকে ব্যাট দিয়েই মারতে চেয়েছিলেন।’

আফ্রিদি তার আত্মজীবনীতে লিখেছেন ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের আগে তাকে ব্যাটিং অনুশীলন করতে দেননি পাকিস্তানের সাবেক কোচ এবং কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদ।

শোয়েব বললেন আরও কঠিনভাবে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘আমার মনে হয় শহীদ আফ্রিদি তার বইয়ে সিনিয়রদের খারাপ ব্যবহার সম্পর্কে কমই লিখেছে। আমি কয়েকটা ঘটনা নিজের চোখেই দেখেছি। তার সঙ্গে আমি পুরোপুরি একমত।’

আফ্রিদির দাবির সঙ্গে একমত হলেও শোয়েব জানান, সিনিয়র খেলোয়াড়দের ১০ জন তাদের কাছে পরে ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেন, ‘কয়েক বছর পরে সিনিয়র খেলোয়াড়দের মধ্যে ১০ জন উমরাহতে যাওয়ার আগে আমাদের কাছে তাদের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছিলেন। আমি বলেছি, এসব ক্ষমা চেয়ে এখন আর কোনো লাভ নেই, যা ক্ষতি হওয়ার তাতো হয়েই গিয়েছে। তবে আমি তাদের ক্ষমা করে দিয়েছি।’

এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন