ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অনেক পাকিস্তানি খেলোয়াড়ের ক্যারিয়ার ধ্বংস করেছেন আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৭ মে ২০১৯

নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ বইতে রীতিমতো বোমা ফাটিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। জানিয়ছেন তার বয়স কমিয়ে খেলিয়েছে কর্তৃপক্ষ। তার আসল জন্মসাল ১৯৭৫ হলেও, পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্টরা আফ্রিদির জন্মসাল উল্লেখ করেছিল ১৯৮০!

প্রায় ২০ বছরের ক্যারিয়ার শেষ করে অবশেষে নিজের সত্যিকারের বয়সের কথা জানিয়েছেন আফ্রিদি। এতে আবার কিছু মানুষ যেমন প্রশংসা করছেন আফ্রিদির সততার, অন্যদিকে অনেকেই আবার সমালোচনার তীর ছুড়ছেন এতদিন ধরে মিথ্যা বলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলায়।

এবার সেসব সমালোচকদের খাতায় নাম লেখালেন পাকিস্তানেরই সাবেক ক্রিকেটার ইমরান ফারহাত। রীতিমত গুরুতর অভিযোগ এনেছেন আফ্রিদির বিপক্ষে। বলেছেন আফ্রিদির কারণেই অকালে নষ্ট হয়েছে অনেক পাকিস্তানি ক্রিকেটারের ক্যারিয়ার।

ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ফারহাত বলে, ‘আফ্রিদির নতুন বইয়ে আমি যা পড়েছি বা দেখেছি, তারপর আমি নিজেই লজ্জ্বিত। প্রায় বিশ বছর ধরে নিজের বয়স সম্পর্কে মিথ্যা বলে বেড়ালো এবং এতদিন পরে এসে সে সাধু সেজে আমাদের ক্রিকেটের কিংবদন্তিদের ব্যাপারে মিথ্যাচার শুরু করলো। যে সে নিজেই ক্রিকেটের শেষ কথা।’

রাগে ফুঁসতে থাকা ফারহাতের পর সংলাপ, ‘আমাদের তথাকথিত সাধুবাবার (আফ্রিদি) সম্পর্কে আমার নিজেরই অনেক গল্প বলার আছে। সে নিশ্চিতভাবেই অনেক প্রতিভাবান, তবে সেটা শুধুমাত্র রাজনীতিবিদ হওয়ার ক্ষেত্রে।’

পাকিস্তানের হয়ে ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৪০ টেস্ট, ৫৮ ওয়ানডে এবং ৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফারহাত। তিনি আফ্রিদির বিপক্ষে অভিযোগ আনার পাশাপাশি, যেসব ক্রিকেটার-কোচকে অপমান করেছেন আফ্রিদি- তাদেরকে আহ্বান করেছেন আফ্রিদির বিপক্ষে মুখ খোলার।

৩৬ বছর বয়সী ফারহাত বলেন, ‘আফ্রিদির ব্যাপারে আমার নিজেরই অনেক গল্প বলার আছে। এছাড়াও আমি আহ্বান করবো আফ্রিদির বইয়ে যেসব খেলোয়াড়-কোচদের অপমান করা হয়েছে তারাও যেনো এ লোকের বিরুদ্ধে মুখ খোলেন। সে তার নিজের সুবিধার জন অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।’

এসএএস/জেআইএম

আরও পড়ুন