ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বদলে যাচ্ছে টাইগারদের বিশ্বকাপ জার্সি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৯ এএম, ৩০ এপ্রিল ২০১৯

বিশ্বকাপ ক্রিকেটের জন্য তৈরি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি বদলে যাচ্ছে। বিশ্বকাপের জন্য যে জার্সি উন্মোচিত করা হয়েছে সোমবার দুপুরে, সে জার্সিতে শুধু সবুজ রং রাখা হয়েছে। স্থান পায়নি লাল।

সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশের জনগণের আকাঙ্ক্ষা ও সাধারণ দর্শকদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ক্রিকেট দলের জার্সি বদলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এর আগে, সোমবার দুপুরে বিশ্বকাপের জন্য জাতীয় ক্রিকেট দলের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে বিসিবি। এরপর বেলা ৩টার কিছুক্ষণ পর শুরু হয় ফটোসেশন।

অধিনায়ক মাশরাফিসহ বিশ্বকাপে টাইগার স্কোয়াডের সদস্যরা জার্সি ফটোসেশনে অংশ নেন। নতুন জার্সিতে লাল রং নেই। সবুজ রঙা জার্সিতে বাংলাদেশের নাম ও জার্সি নম্বর লেখা সাদা রঙে।

টাইগারদের জার্সিতে জাতীয় পতাকার লাল-সবুজের থিম অনুপস্থিত থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রিকেটপ্রেমীরা।

তবে জানা গেছে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির গাইডলাইনের পরিপন্থী হওয়ার কারণেই লাল রং রাখা হয়নি নতুন জার্সিতে।

বিএ

আরও পড়ুন