ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপ জয় অসম্ভব নয়, তবে কঠিন : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:০০ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১ মে আয়ারল্যান্ডের বিমানে চড়বে টাইগাররা। তবে আসল লক্ষ্য তো বিশ্বকাপই। দেশ ছাড়ার আগে বিশ্বকাপে দলের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে কথা বলতে আজ (সোমবার) মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সংবাদ সম্মেলনে নানা বিষয় নিয়ে কথা হয়। দলের প্রতি ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা এখন আকাশচুম্বী। মাশরাফি বিন মর্তুজার কাছে ছুটে যায় এমন প্রশ্নও- বিশ্বকাপ কি জেতা সম্ভব?

জবাবে সমর্থকদের হতাশ করেননি টাইগার দলের ওয়ানডে অধিনায়ক। তবে বাস্তবতা অনেক কঠিন সেটাও মনে করিয়ে দিলেন তিনি। 'নড়াইল এক্সপ্রেস' বলেন, ‘শিরোপা জেতার মতো সামর্থ্য অবশ্যই আছে। তবে সমস্যা আমাদের ধারাবাহিকতা। আমরা বড় টুর্নামেন্টে এর আগে শিরোপা জিতিনি। এশিয়া কাপে তিনবারের মধ্যে একবারও যদি জিততাম, হ্যাবিটটা (অভ্যাস) তৈরি হতো। গত চ্যাম্পিয়ন্স লিগেও গুরুত্বপূর্ণ জায়গায় স্নায়ু ধরে রাখতে পারিনি। ফরমেটের কারণে এবার শিরোপা জেতা কঠিন হবে, তবে অসম্ভব নিশ্চয়ই নয়।’

ইংল্যান্ডে এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১৯৯২ সালের ফরমেটে। অংশগ্রহণকারী ১০টি দল একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে চার দল যাবে সেমিফাইনালে। স্বভাবতই আগের আসরগুলোর মতো দু-একটা ম্যাচ জিতে উপরে উঠে যাওয়ার সম্ভাবনা নেই।

তবে গতবার কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশের এবার লক্ষ্যটা একটু বড় হয় অবশ্যই সেমিফাইনালই। তবে সেই কাজটাও সহজ হবে না বলেই মত মাশরাফির, ‘আগে তো গ্রুপ ছিল, দু-একটি ম্যাচ জিতেই হয়তো দ্বিতীয় ধাপে চলে যাওয়া যেতো। গত বিশ্বকাপে এমন হয়েছিল, আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলাম। তবে এবার ফরমেট ভিন্ন। একটা দুটি ম্যাচ জিতলে হবে না। সবাই এই বিষয়টি নিয়ে সতর্ক থাকবে। সেমিতে যাওয়া অসম্ভব নয় তবে কঠিন।’

ভালো খেলে সেমিফাইনাল বা ফাইনালে উঠতে পারলে তখন শিরোপা নিয়ে চিন্তা করা যাবে বলে মনে করছেন মাশরাফি। কি করতে হবে, সেই লক্ষ্যও ঠিক করে রেখেছেন টাইগার অধিনায়ক।

মাশরাফি বলেন, ‘সেমিফাইনাল বা ফাইনালে উঠে গেলে ভালো করার জন্য দুটি জিনিস করতে হবে। ব্যাটিংয়ে গেলে আরলি উইকেট দেয়া যাবে না, বোলিংয়ে গেলে আগে উইকেট ফেলতে হবে। আমাদের দুর্বলতা হলো শুরুতেই উইকেট পড়ে যায়। আর ব্যাটিং বা বোলিংয়ে ৪০ ওভারের পর আমরা ম্যাচ থেকে ছিটকে পড়ি। এই সমস্যাটা দূর করতে হবে। তাহলেই ভালো কিছু করা সম্ভব।’

আইএইচএস/এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন