ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের আম্পায়ারদের তালিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:১২ পিএম, ২৮ এপ্রিল ২০১৯

ইতোমধ্যে জানা গেছে ইংল্যান্ডে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন কারা। স্বাগতিক ইংল্যান্ড থেকে ৫ জন, অস্ট্রেলিয়ার ৪ জন, শ্রীলঙ্কার ২ জন এবং দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, উইন্ডিজ, ভারত ও পাকিস্তান থেকে ১ জন করে নিয়ে গড়া হয়েছে বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের আম্পায়ার প্যানেল।

এ আম্পায়ারদের সঙ্গে ৬ জন রেফারিসহ জানানো হয়েছিল বিশ্বকাপের ম্যাচ পরিচালকদের তালিকা। তবে তাৎক্ষণিকভাবে কোন ম্যাচে আম্পায়ার থাকবেন কারা- সে ব্যাপারে নিশ্চিত তথ্য জানা সম্ভব হয়নি। অবশেষে আইসিসির মাধ্যমেই জানা গেলো এটি।

লিগ পর্বের ৪৮ ম্যাচের জন্য ১৬ জন আম্পায়ারকে ভাগ করে দিয়েছে আইসিসি। প্রথম পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের আম্পায়ারদের তালিকা প্রকাশ করা হবে। অন ফিল্ড আম্পায়ার হিসেবে রিচার্ড কেটেলব্রো সর্বোচ্চ ৪টি ম্যাচে মাঠে থাকবেন বাংলাদেশের। টিভি আম্পায়ার হিসেবে আলিম দার থাকবেন সর্বোচ্চ ৩টি ম্যাচে।

চলুন দেখে নেয়া যাক বাংলাদেশের ম্যাচগুলোতে আম্পায়ার থাকবেন কারা:

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
অন ফিল্ড আম্পায়ার: জো উইলসন ও পল রেইফেল
টিভি আম্পায়ার: কুমার ধর্মসেনা

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
অন ফিল্ড আম্পায়ার: পল রেইফেল ও ব্রুস অক্সেনফোর্ড
টিভি আম্পায়ার: জো উইলসন

বাংলাদেশ বনাম ইংল্যান্ড
অন ফিল্ড আম্পায়ার: জো উইলসন ও কুমার ধর্মসেনা
টিভি আম্পায়ার : ব্রুস অক্সেনফোর্ড

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
অন ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলব্রো
টিভি আম্পায়ার: আলিম দার

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
অন ফিল্ড আম্পায়ার: রড টাকার ও সুন্দরাম রবি
টিভি আম্পায়ার: পল উইলসন

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
অন ফিল্ড আম্পায়ার: রিচার্ড কেটেলব্রো ও মাইকেল গফ
টিভি আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ

বাংলাদেশ বনাম আফগানিস্তান
অন ফিল্ড আম্পায়ার: মাইকেল গফ ও রিচার্ড কেটেলব্রো
টিভি আম্পায়ার: আলিম দার

বাংলাদেশ বনাম ভারত
অন ফিল্ড আম্পায়ার: রুচিরা পাল্লিয়াগুরুগে ও মারাইস ইরাসমাস
টিভি আম্পায়ার: আলিম দার

বাংলাদেশ বনাম পাকিস্তান
অন ফিল্ড আম্পায়ার: মাইকেল গফ ও রিচার্ড কেটেলব্রো
টিভি আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ

বিশ্বকাপের ১৬ জন আম্পায়ারের তালিকা: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), মারাইস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা), ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড), ইয়ান গোল্ড (ইংল্যান্ড), আলিম দার (পাকিস্তান), রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলব্রো (ইংল্যান্ড), নাইজেল লং (ইংল্যান্ড), ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া), সুন্দরাম রবি (ভারত), পল রেইফেল (অস্ট্রেলিয়া), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ), মাইকেল গফ (ইংল্যান্ড), রুচিরা পাল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা) এবং পল উইলসন (অস্ট্রেলিয়া)।

এসএএস/জেআইএম

আরও পড়ুন