বিশ্বকাপ স্কোয়াডের পাঁচ চমক : রয়েছেন বাংলাদেশের মোসাদ্দেক
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে অংশগ্রহণকারী দশ দলের সবাই। প্রায় সব দলেই রয়েছে একটি-দুইটি চমক। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডেই যেমন ১৩ জনের নাম ছিল অনুমিত। চমক হিসেবে ঢুকেছেন বাকি দুইজন।
তেমনি প্রায় সব দলের স্কোয়াডেই 'সারপ্রাইজ' প্যাকেজ হিসেবে সুযোগ পেয়েছেন কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্য থেকেই পাঁচজনকে বেছে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যাদেরকে তারা নাম দিয়েছে 'বিশ্বকাপের পাঁচ চমক' হিসেবে।
উল্লেখযোগ্য ব্যাপার হলো বিশ্বকাপ স্কোয়াডের এ পাঁচ চমকের তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের তরূণ অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেল, ভারতের পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্কর, শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটসম্যান মিলিন্দা সিরিবর্ধনে এবং আফগানিস্তানের পেসার হামিদ হাসান রয়েছেন এ তালিকায়।
আইসিসির প্রকাশিত সে প্রতিবেদনের চুম্বকাংশ তুলে ধরা হলো জাগোনিউজের পাঠকদের জন্য:
টম ব্লান্ডেল, নিউজিল্যান্ড
চলতি মাসের শুরুতেই প্রথম দল হিসেবে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। যেখানে একমাত্র চমক হিসেবে দেখা যায় অনভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেলের নাম। আন্তর্জাতিক ক্যারিয়ারটাও খুব বেশি বড় নয় তার।
ওয়ানডে ক্রিকেট না খেললেও কিউইদের হয়ে ২টি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্লান্ডেল। যার সবশেষটি আবার ছিলো গত বছরের ফেব্রুয়ারিতে। তবে ব্যাকআপ উইকেটরক্ষক টিম সেইফার্টের ইনজুরির কারণেই মূলত সারপ্রাইজ হিসেবে দলে ঢুকে গেছেন ব্লান্ডেল।
বিজয় শঙ্কর, ভারত
দীর্ঘদিন ধরেই ব্যাটিং অর্ডারে চার নম্বর ব্যাটসম্যানের শূন্যতায় ভুগছে ভারতীয় ক্রিকেট দল। ভাবা হয়েছিল আসন্ন বিশ্বকাপে এ জায়গায় সুযোগ পাবেন অভিজ্ঞ ব্যাটসম্যান আম্বাতি রাইডু। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাইডুর বদলে ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্কর।
গতবছরের শেষ দিকেও চার নম্বর পজিশনের জন্য রাইডুর কথাই বলেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অথচ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মিলেছে ৯ ওয়ানডে খেলে মাত্র ১৬৫ রান করা শঙ্করের। যাকে নেয়ার ব্যাখ্যায় ত্রিমাত্রিক (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) পারদর্শিতার কথা উল্লেখ করেছেন ভারতের প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ।
মোসাদ্দেক হোসেন, বাংলাদেশ
যতোটা সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন, নিজের নামের প্রতি ঠিক ততোটা সুবিচার করতে পারেননি বাংলাদেশ ক্রিকেট দলের ২৩ বছর বয়সী তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৬ সালে অভিষেক হওয়া সৈকত সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গতবছরের এশিয়া কাপে। তবু বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে গেছেন তিনি।
মূলত ব্যাটিং অর্ডারে নিচের দিকে ক্যামিও খেলার সক্ষমতা এবং ডানহাতি অফস্পিনে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু দেয়ার বৈশিষ্ট্যের কারণেই নেয়া হয়েছে তাকে। এখনো পর্যন্ত ২৪ ওয়ানডে খেলে ৩১ গড়ে ৩৪১ রান করেছেন সৈকত। তবে সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে ৪৮.৮০ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৪৮৮ রান।
হামিদ হাসান, আফগানিস্তান
আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বড় চমক ছিলো মাসখানেক আগেই নিয়মিত অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে পেস বোলিং অলরাউন্ডার গুলবদিন নাইবকে বিশ্বকাপের অধিনায়কত্ব দেয়া। তবে বিশ্বকাপ স্কোয়াডে আরও বড় চমক হিসেবে আবির্ভূত হয় ডানহাতি পেসার হামিদ হাসানের অন্তর্ভুক্তি।
যিনি সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০১৬ সালে। এছাড়াও ২০১৭ সালের ডিসেম্বরের পর হামিদ হাসান খেলেননি কোন প্রথম শ্রেণি, টি-টোয়েন্টি বা লিস্ট 'এ' ম্যাচ। তবু অভিজ্ঞতার বিচারে তাকে বিশ্বকাপগামী দলে নিয়ে নিয়েছে আফগানিস্তান। গত বিশ্বকাপে আফগানদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন হামিদ হাসান।
মিলিন্দা সিরিবর্ধনে
চমকে ভরপুর ছিলো শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড। যেখানে জায়গা হয়নি অনেক পরিচিতি মুখের, অধিনায়ক করা হয়েছে ৪ বছর ধরে ওয়ানডে না খেলা দিমুথ করুনারত্নেকে। একগাদা চমকের অংশ হিসেবেই শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে গেছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান মিলিন্দা সিরিবর্ধনে।
যিন সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৭ সালে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার পরিসংখ্যানটাও আহামরি কিছু নয়। ২৬ ম্যাচে মাত্র ২৩.৩১ গড়ে করেছেন ৫১৩ রান। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। তবে তাকে নেয়ার ব্যাখ্যায় নির্বাচকরা জানিয়েছেন ছয় নম্বরে ব্যাটিং এবং বোলিং করতে পারার কারণেই সুযোগ দেয়া হয়েছে তাকে।
এসএএস/এমএস