ভারতের বিশ্বকাপ দলে রাইডু-পান্তও!
ভারতের বিশ্বকাপ দলে জায়গা হয়নি আম্বাতি রাইডু আর রিশাভ পান্তর। এই দুজনকে নিয়েই সবচেয়ে বেশি কথা হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে তারা যে অবস্থানে ছিলেন, তাতে অটোমেটিক চয়েজ হিসেবেই দলে থাকার কথা। সেটা হয়নি। কথা হচ্ছে, সমালোচনাও হচ্ছে। হওয়াই স্বাভাবিক।
তবে রাইডু আর পান্তর ভক্তদের জন্য স্বস্তির খবর আছে। ইংল্যান্ডে বিশ্বকাপে দেখা যেতে পারে তাদেরও। কিভাবে? ভারতের নির্বাচকরা বিশ্বকাপের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে যোগ করেছেন আরও তিনটি নাম-আম্বাতি রাইডু, রিশাভ পান্ত আর নভদ্বীপ সাইনি।
সোমবার দল ঘোষণার পর স্বভাবতই কিছুটা সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় নির্বাচকরা। রাইডু-পান্তকে বাদ দেয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে প্রতিবাদের ঝড়। সেই ঝড় সামলেন নিতেই বোধ হয় এই দুজনের সঙ্গে সাইনিকে রেখে স্ট্যান্ডবাই তালিকা ঘোষণা করেছেন নির্বাচকরা।
তবে স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে যাওয়ার অর্থই হলো, যদি মূল স্কোয়াডের কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়েন তবেই তাদের সুযোগ হবে। সেটা না হলে দলে ঢোকা সম্ভব নয়। তারা দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেনও না।
তবে তিনজন স্ট্যান্ডবাইয়ের মধ্যে কেবল সাইনি দলের সঙ্গে থাকবেন। কেননা নেট বোলার হিসেবে যে চারজনকে নেয়া হচ্ছে তার মধ্যে আছে সাইনির নাম। বাকি তিনজন হলেন দীপক চাহার, খলিল আহমেদ আর আভেস খান।
এমএমআর/পিআর