ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আট ম্যাচে সাতটিতেই হার কোহলিদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৬ এপ্রিল ২০১৯

হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুুরু আশা খুঁজে পেয়েছিল সর্বশেষ ম্যাচে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল বিরাট কোহলির দল।

৮ উইকেটের বড় জয়ের পর কোহলিরা আবারও চাঙা হয়ে উঠবেন, এমনটাই আশা করেছিলেন ভক্ত-সমর্থকরা। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। সোমবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটে হেরে আবারও কোণঠাসা ব্যাঙ্গালুরু।

এ নিয়ে নিজেদের খেলা ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই হার দেখল ব্যাঙ্গালুরু। সবমিলিয়ে কোহলিদের পয়েন্ট মাত্র ২। বাকি আছে আর ৬টি ম্যাচ। কাগজে কলমে এখনও আশা বেঁচে থাকলেও ব্যাঙ্গালুরুর প্লে-অফ খেলার সম্ভাবনা বলতে গেলে শেষই হয়ে গেছে।

অথচ মুম্বাইয়ের বিপক্ষে সোমবারের ম্যাচে ৭ উইকেটে ১৭১ রানের বড় সংগ্রহই গড়েছিল কোহলির দল। ৫১ বলে ৭৫ রান করেন এবি ডি ভিলিয়ার্স। মঈন আলি খেলেন ৩২ বলে ৫০ রানের ইনিংস।

৪ ওভারে ৩১ রান খরচ করলেও ৪টি উইকেট তুলে নেন লাসিথ মালিঙ্গা।

জবাব দিতে নেমে কেউ বড় ইনিংস না খেললেও দলের টপঅর্ডারের সবাই কমবেশি রান করে মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়ে দিয়েছেন। ওপেনার কুইন্টন ডি কক ২৬ বলে খেলেন ৪০ রানের ইনিংস। রোহিত শর্মা ১৯ বলে ২৭ আর শেষদিকে হার্দিক পান্ডিয়া ১৬ বলে হার না মানা ৩৭ রানের ঝড়ো ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন