ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সুপার লিগের ‘সুপার’ লড়াই শুরু কাল

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৪ এপ্রিল ২০১৯

প্রথম পর্ব শেষে এবার শুরু সুপার সিক্সের লড়াই। প্রিমিয়ার ক্রিকেট সুপার লিগ মাঠে গড়াবে আগামীকাল ১৫ এপ্রিল, সোমবার থেকে। সেই সুপার লিগের লড়াইকে সামনে রেখে আজ নববর্ষের প্রথম দিনে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে নিবিড় অনুশীলন করেছে সুপার লিগে উঠে আসা ছয় দল- লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী মুখোমুখি হবে টেবিলের চার নম্বরে থাকা প্রাইম দোলেশ্বরের। ঢাকার অদূরে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে দেখা যাবে শেখ জামালকে এবং বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে টেবিল টপার রূপগঞ্জ।

সব হিসেব নিকেশ পাল্টে ফেবারিট আবাহনী ও কাগজে-কলমে তুলনামূলক শক্তিশালী প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, শেখ জামাল, মোহামেডানকে টপকে সবার ওপরে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম পর্বে শুধু প্রাইম ব্যাংকের কাছে হার মানা রূপগঞ্জের জয় ১১ ম্যাচে ১০টি।

২০ পয়েন্ট পাওয়া নাঈম ইসলাম বাহিনী সুপার লিগ শুরু করবে নিকট প্রতিদ্বন্দ্বী প্রাইম ব্যাংকের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে। খালি চোখে যা বাড়তি সুবিধা। তবে এরকম অবস্থানে থেকেও ঢাকা লিগে শিরোপা না জেতার এমন নজিরও আছে। কাজেই লিজেন্ডস অব রূপগঞ্জ একদম ধরাছোঁয়ার বাইরে- এ কথা বলা বা ভাবার অবকাশ নেই। সুপার লিগে ঘটতে পারে যেকোনো ঘটনাই।

বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এবং শক্তিশালী প্রাইম ব্যাংক রয়েছে সমান্তরালে। দুই দলেরই ১১ ম্যাচে রয়েছে ১৬টি পয়েন্ট। তাদের দুই দলেরই চাওয়া থাকবে অভিন্ন- নিজের সবকয়টি ম্যাচ জয় এবং রূপগঞ্জের অন্তত ২টি ম্যাচে পরাজয়। নতুবা সুপার লিগে যদি অন্তত ৪টি ম্যাচ জিতে যায় রূপগঞ্জ, তাহলে আবাহনী এবং প্রাইম ব্যাংকের কিছুতেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়।

এছাড়া শেখ জামাল, প্রাইম দোলেশ্বর এবং মোহামেডানের শিরোপা জেতার সম্ভাবনা নেই বললেই চলে। কারণে প্রাইম দোলেশ্বরের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। তাদের পক্ষে পাঁচ ম্যাচ জিতে সর্বোচ্চ ২৪ পয়েন্ট করা সম্ভব। যা মাত্র দুই ম্যাচ জিতলেই হয়ে যাবে রূপগঞ্জের। এছাড়া শেখ জামাল এবং মোহামেডানের মাত্র ১২ পয়েন্ট থাকায় তাদের সম্ভাবনা আরও কম।

বল আসলে রূপগঞ্জের কোর্টে। নিকট প্রতিপক্ষ আবাহনী-প্রাইম ব্যাংক সব ম্যাচ জিতলেও কিছুই হবে না, যদি আফতাব আহমেদের শিষ্যরা সুপার লিগে ৪ ম্যাচ জিতে যায়। তাই রূপগঞ্জের অধঃপতন এবং নিজেদের উড়ন্ত যাত্রাই প্রত্যাশা করবে আবাহনী এবং প্রাইম ব্যাংক।

এআরবি/এসএএস/জেআইএম

আরও পড়ুন