ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কলকাতা শিবিরে এবার যোগ দিলেন অস্ট্রেলিয়ান এক পেসার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:০০ পিএম, ১১ এপ্রিল ২০১৯

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবার কিনেছিল দক্ষিণ আফ্রিকান পেসার এনরিক নর্টজেকে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই চোটের কারণে ছিটকে পড়েন এই পেসার।

এতদিন তার বিকল্প হন্যে হয়ে খুঁজেছে কেকেআর। কিন্তু মনের মতো কাউকে পাচ্ছিল না তারা। এবার পাওয়া গেল। কেকেআর শিবিরে নর্টজের পরিবর্তে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার পেসার ম্যাট কেলি।

ডানহাতি এই পেসার এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় দলে সুযোগ পাননি। খেলেছেন ১৬টি প্রথম শ্রেণির ম্যাচ। পাঁচটি লিস্ট 'এ' এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এবারই প্রথমবারের মতো ডাক পেয়েছেন কেলি। বিগ ব্যাশ লিগে তিনি খেলেন পার্থ স্কর্চার্সের হয়ে।

এবারের আইপিএল শুরুর ঠিক আগে চোট ছিটকে দিয়েছিল নর্তিয়েকে। তার ভিত্তি মূল্য ছিল ২০ লাখ রুপি। ভিত্তিমূল্যেই তাকে কিনে নিয়েছিল কেকেআর। কিন্তু চোটের কারণে একটি ম্যাচও খেলতে পারেননি।

আইপিএলের পয়েন্ট তালিকায় বেশ ভালো অবস্থানে আছে কেকেআর। ৬ ম্যাচে ৪ জয় নিয়ে দিনেশ কার্তিকের দল আছে তালিকার দুই নাম্বারে।

এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন