ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আরব আমিরাতকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৩৬ এএম, ১১ এপ্রিল ২০১৯

হারারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। ৭ উইকেটের সহজ জয়ে ১-০ ব্যবধানে লিড নিয়েছে পিটার মুরের দল।

ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক মুর। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরব আমিরাত।

দুই পেসার ডোনাল্ড তিরিপানো এবং টেন্ডাই চাতারার তোপে ২৩ ওভারে মাত্র ৪২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে তারা। মনে হচ্ছিলো হয়তো ১০০ রানও করতে পারবে না আরব আমিরাত।

তবে সাত নম্বরে নামা মোহাম্মদ বুতা ৭৬ বলে ৩৬ এবং আট নম্বরে নামা ইমরান হায়দার ২৬ বলে ১০ রান করলে কোনোমতে ১০০ পার হয় দলীয় সংগ্রহ। ৪৪.৫ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে জমা হয় ১১০ রান।

জিম্বাবুয়ের পক্ষে বল হাতে ১০ ওভারে মাত্র ২৫ রান খরচায় ৩ উইকেট নেন চাতারা। এছাড়া কাইল জাঋস, ব্রেন্ডন মাভুতা ও ডোনাল্ড তিরিপানো নেন ২টি করে উইকেট।

মাত্র ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্রেইগ আরভিনের ফিফটিতে সহজ জয় পায় জিম্বাবুয়ে। ৪৬ বলে ৫১ রান করেন তিনি। এছাড়া রেগিস চাকাভার ব্যাট থেকে আসে ৩৮ রান।

শুক্রবার একই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

এসএএস/জেআইএম

আরও পড়ুন