পাঁচ বছর পর প্রিমিয়ার লিগে মোস্তাফিজ
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। অথচ এই টুর্নামেন্টেই কিনা গত পাঁচ বছর ধরে খেলা হয়নি বাঁহাতি তারকা পেসার মোস্তাফিজুর রহমানের।
অবশেষে চলতি আসরের দশম রাউন্ডে এসে প্রিমিয়ার লিগে খেলতে নামলেন মোস্তাফিজ। আজ (সোমবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমেছেন মোস্তাফিজ।
এর আগে সবশেষ ২০১৪ সালের নভেম্বরে শক্তিশালী আবাহনী লিমিটেডের হয়ে লিস্ট 'এ' ক্রিকেট তথা প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল মোস্তাফিজ। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই নিয়েছিলেন ৩২ রানে ৫ উইকেট, জিতেছিলেন ম্যাচসেরার পুরষ্কার।
সেবার ৫ ম্যাচে ১১.৭৫ গড়ে ১২ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। যার ইকোনমি রেট ছিলো ওভারপ্রতি মাত্র ৩.৪৫! তবে সে আসরের পর আর প্রিমিয়ারে খেলা হয়নি বাঁহাতি এ পেসারের। প্রায় পাঁচ বছর পর আবার তিনি খেলতে নামলেন আজ।
নবম রাউন্ড শেষে সমান্তরালে অবস্থান করছে শাইনপুকুর ও গাজী গ্রুপ। দুই দলই জিতেছে ৪টি করে ম্যাচ। সুপার লিগে জায়গা পেতে হলে শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলের জন্য। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে মোস্তাফিজের অন্তর্ভুক্তি শাইনপুকুরকে বাড়তি সাহস যোগাবে নিশ্চিতভাবেই।
ম্যাচে টসে হেরে আগে ব্যাট করছে মোস্তাফিজের শাইনপুকুর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভারে শাইনপুকুরের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান।
শাইনপুকুর একাদশ: উন্মুখ চান্দ, সাব্বির হোসেন, তৌহিদ হৃদয়, সোহরাওয়ার্দী শুভ, আফিফ হোসেন, সাদমান ইসলাম, দেলোয়ার হোসেন, টিপু সুলতান, অমিত হাসান, মোস্তাফিজুর রহমান এবং শুভাগত হোম।
গাজী গ্রুপ একাদশ: মেহেদি হাসান, রনি তালুকদার, ইমরুল কায়েস, শামসুর রহমান, আবু হায়দার রনি, কামরান গোলাম, কামরুল ইসলাম রাব্বি, নাসুম আহমেদ, সঞ্জিত সাহা, তৌহিদ তারেক, ওয়ালিউল করিম।
এসএএস/এমকেএইচ