টানা ৬ ম্যাচে পরাজয়ের লজ্জা কোহলিদের
আবারও পরাজয়ের লজ্জায় অবনত মস্তকে মাঠ ছাড়তে হলো বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। এখনও পর্যন্ত এবারের আইপিএলে কোনো ম্যাচেই জয় পায়নি বিরাট কোহলির দল। শেষ পর্যন্ত ৬ষ্ঠ ম্যাচে এসেও হারতে হলো তাদের। এবার দিল্লি ক্যাপিটালসের কাছে নিজেদের মাঠেই ব্যাঙ্গালুরু হেরেছে ৪ উইকেটের ব্যবধানে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের সামনে মাত্র ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছিল কোহলির দল। বিরাট কোহলি নিজে সর্বোচ্চ ৪১ রান করেছিলেন।
জবাব দিতে নেমে ৭ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক স্রেয়াশ আয়ার একাই বলতে গেলে হারিয়ে দিয়েছেন কোহলিদের। ৫০ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ৮টি বাউন্ডারির সঙ্গে ছিল ২টি ছক্কার মার।
এছাড়া পৃত্থি শ ২৮ এবং কলিন ইনগ্রাম করেন ২২ রান। সহজ লক্ষ্য থাকার কারণে দেখে-শুনে, হেসে-খেলেই বিরাট কোহলিদের ছুড়ে দেয়া চ্যালেঞ্জ জয়ের লক্ষ্যপানে এগিয়ে যায় দিল্লি ক্যাপিটালস।
এবারের আইপিএলে আগের ৫ ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটে, মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬ রানে, সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১১৮ রানের বিশাল ব্যবধানে, রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে এবং সর্বশেষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২০৫ রান করেও তাদেরকে হারতে হয়েছিল ৫ উইকেটের ব্যবধানে।
নিজেদের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামে ব্যাঙ্গালুরু। কিন্তু এই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪৯ রান তুলতে সক্ষম হয় কোহলির দল। মূলতঃ প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়েই খেই হারিয়ে ফেলে কোহলির দল।
জবাব দিতে নেমে ১৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। স্রেয়াশ আয়ার, পৃত্থি শ, কলিন ইনগ্রামদের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় সৌরভ গাঙ্গুলির দল। উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলি দিল্লি ক্যাপিটালসের পরামর্শক।
আইএইচএস/পিআর