ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপের আগে হঠাৎ নেতৃত্বে বড় রদবদল আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৫ এপ্রিল ২০১৯

আফগানিস্তান দলের তিন ফরমেটেরই অধিনায়ক ছিলেন আসঘর আফগান। তার নেতৃত্বে দল ঈর্ষণীয় সাফল্যও পেয়েছে। বিশ্বকাপের আগে হঠাৎই আসঘরকে সরিয়ে দেয়া হলো নেতৃত্ব থেকে। তিন ফরমেটে আলাদা আলাদা অধিনায়ককে দায়িত্ব দিয়ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ওয়ানডেতে আফগানিস্তানের নতুন অধিনায়ক গুলবাদিন নায়েব, টি-টোয়েন্টিতে রশিদ খান এবং টেস্টে দায়িত্ব পেয়েছেন রহমত শাহ। আর ওয়ানডেতে সহ-অধিনায়ক করা হয়েছে রশিদ খানকে, টি-টোয়েন্টিতে শফিকুল্লাহ শফিক এবং টেস্টে হাসমতউল্লাহ শহীদিকে।

২৮ বছর বয়সী নায়েবই আসন্ন বিশ্বকাপে আফগানিস্তান দলকে নেতৃত্ব দেবেন। অথচ বড় মঞ্চে তো দূরের কথা, জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাই নেই তার। নতুন অধিনায়কদের মধ্যে কেবল রশিদ খান এর আগে দলকে নেতৃত্ব দিয়েছেন, সেটাও মাত্র ৪ ওয়ানডেতে।

২০১৫ সালের এপ্রিলে মোহাম্মদ নবীর কাছ থেকে তিন ফরমেটের অধিনায়কত্ব বুঝে পেয়েছিলেন আসঘর। তার অধীনে আফগানিস্তান ৩১টি ওয়ানডে জেতে, ৪৬ টি-টোয়েন্টির মধ্যে জয় পায় ৩৭টিতেই। এমনকি চলতি বছর আয়ারল্যান্ডের দেশের ঐতিহাসিক টেস্ট জয়েও অধিনায়ক ছিলেন আসঘর।

বিশ্বকাপের আগে মে মাসে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের বিপক্ষে দুটি করে ওয়ানডে খেলবে আফগানিস্তান। আর মূল টুর্নামেন্টে নামার আগে পাকিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে দলটির।

এমএমআর/এমএস

আরও পড়ুন