ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ম্যানকাড বিতর্ক : বাটলারকে জবাব দিলেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:০০ পিএম, ০৫ এপ্রিল ২০১৯

চলতি আইপিএলের শুরুতেই বিতর্কের দাগ পড়েছে ‘ম্যানকাড’ আউটকে ঘিরে। আসরের চতুর্থ ম্যাচেই রাজস্থান রয়্যালসের ইংলিশ ওপেনার জশ বাটলারকে ম্যানকাড আউটের ফাঁদে ফেলেন কিংস এলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন।

সে ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও থামেনি আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন ঠিক কাজ করেছেন অশ্বিন, আবার অনেক রাগ ঝেড়ে দিচ্ছেন এমন ‘কাপুরোষোচিত’ কাজ করায়। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের সাবেক-বর্তমান ক্রিকেটাররা নিয়েছেন বাটলারের পক্ষ। অন্যদিকে অশ্বিনও পাশে পেয়েছেন নিজ দেশের সাবেক তারকাদের।

তবে ঘটনার শিকার তথা মূল চরিত্রের একজন বাটলার ঘটনার পর থেকে ছিলেন নিশ্চুপ। তেমন কোনো প্রতিক্রিয়াই তিনি দেখাননি। তবে গতকাল প্রায় ৯ দিন পর মুখ খোলেন বাটলার। যেখানে তিনি অশ্বিনকে দোষারোপের চেয়ে বেশি আম্পায়ারদের গাফলতিটাই বড় করে দেখেন।

এছাড়া বাটলার দাবী করেন, ‘আপনি যদি ভিডিও ফুটেজ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আউটের সিদ্ধান্তটা ভুল ছিলো। কারণ অশ্বিন যখন বল ছাড়ার মুহূর্তে ছিলেন, তখন আমি আমার পপিং ক্রিজের ভেতরেই ছিলাম।’

বাটলারের এই কথা মানতে রাজি নন অশ্বিন। তার মতে বাটলারকে ম্যানকাড করার সিদ্ধান্তটাই ছিলো সঠিক। কারণ ইংলিশ ওপেনার আগেই নিজের ক্রিজ ছেড়ে দিয়েছিলেন। বাটলারের কথার পরদিনই ম্যানকাডের ব্যাপারে নতুন করে মন্তব্য করেছেন অশ্বিন। যেখানে বাটলারের কথাগুলোরও জবাব দিয়েছেন তিনি।

অশ্বিন বলেন, ‘অনেকেই তর্কে মেতেছেন যে আমি বাটলারের পপিং ক্রিজ ছেড়ে বের হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু তারা এটাই বোঝার চেষ্টা করছে না যে আমি পপিং ক্রিজে ঢোকার আগেই বাটলার ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েছিল। তাই আমি থেমে স্টাম্পের বেলস উপড়ে দেই। এতে আমার ভুল কিছু মনে হয়নি।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমরা বারবার তর্ক করে যেতে পারবো। তবে মানুষ যেভাবে সমালোচনা করছে, বিশেষজ্ঞরা যেভাবে নেতিবাচক আলোচনা করছে তা মোটেও ঠিক হচ্ছে না। এতে করে পরবর্তীতে কোনো বোলার আর ম্যানকাড আউট করবে কি-না আমার সন্দেহ হয়।’

এসময় অশ্বিন জানান এতো সমালোচনা বা নিন্দায় তার তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি বলেন, ‘যারা আমাকে চেনে তাদের সবার কাছেই এটা পরিষ্কার যে আমি ভুল কিছু করিনি। আমার দলের সবাই আমার পাশে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড় এসে আমাকে বলেছে আমি যেটা করেছি তা সঠিক ছিল।’

অশ্বিনের ভাষ্য, ‘আমি জানি আমার দেশের মানুষেরাও আমার জন্য আওয়ার তুলেছে। এবং এটাই যৌক্তিক। তবে পুরো ঘটনায় আমার তেমন কোনো সমস্যা হয়নি। বরং বাটলারের পক্ষে ইংল্যান্ডের সাবেক-বর্তমান খেলোয়াড়রা আওয়াজ তোলায় আমার ভালো লেগেছে। যেমনটা আমার পক্ষেও করেছে আমার দেশের মানুষেরা।’

এছাড়া অশ্বিন মনে করেন ম্যানকাডকে ঘিরে ক্রিকেটীয় চেতনার যে বুলি ছড়ানো হচ্ছে তা পুরোপুরি অর্থহীন। তার মতে, ‘আমি মনে করি এই ম্যানকাড আউটের মধ্যে আপনি ক্রিকেটীয় চেতনার সংমিশ্রণ ঘটালে তা শুধু আলোচনাই লম্বা করবে। এখন এটা নীতি নির্ধারকদের সিদ্ধান্ত তারা এই আউটের নিয়ম রাখবে নাকি বাদ করে দেবে।’

এসএএস/এমকেএইচ

আরও পড়ুন