ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বোলিং শুরু করলেন তাসকিন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৪ এপ্রিল ২০১৯

বছরের শুরুতে বিপিএল দিয়ে ইনজুরি থেকে ফিরেছিলেন মাঠে, কিন্তু থাকতে পারেননি বেশিদিন। বিপিএল শেষ হওয়ার আগেই ছিটকে যান গোড়ালির ইনজুরিতে। ধূসর হয়ে যায় বিশ্বকাপে খেলার স্বপ্ন।

অথচ বিপিএলে আগুন ঝরানো বোলিং করেছিলেন ২৪ বছর বয়সী ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ১২ ম্যাচেই শিকার করেছিলেন ২২ উইকেট। কিন্তু সবশেষ ম্যাচে বাউন্ডারি সীমানায় পা পিছলে ইনজুরিতে পড়েন তাসকিন।

যে কারণে দলে ফিরেও ছিটকে যান নিউজিল্যান্ডগামী বাংলাদেশ দলের স্কোয়াড থেকে। খেলতে পারছেন না চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এমনকি অনিশ্চয়তায় ঢুকে যায় তাসকিন কবে মাঠে ফিরতে পারবেন সে সম্ভাবনাও।

তবে বিশ্বকাপের প্রায় দুই মাস বাকি থাকতেই রানিং ও হালকা বোলিং অনুশীলন শুরু করতে পেরেছেন এ গতিতারকা। আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যখন ব্যাট-বলের লড়াইয়ে ব্যস্ত আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, তখন তাসকিনকে পাওয়া গেল স্টেডিয়াম লাগোয়া বিসিবি একাডেমি মাঠে।

Taskin

বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর তিন-চার পা দৌড়ে নেটে বোলিং করেন তাসকিন। নিজের বর্তমান পরিস্থিতি এবং বিশ্বকাপ ভাবনার ব্যাপারে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তবে এসময় ডানহাতি এ পেসারকে মোটেও আশাবাদী বা আত্মবিশ্বাসী মনে হয়নি।

অবশ্য আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই তাসকিনের সামনে। কেনোনা এখনো যে মাঠের খেলায় দূরে থাক পুরো দমে বোলিংই শুরু করতে পারেননি তিনি। ওদিকে আগামী ১৮ এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি।

বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্সের পর ইনজুরিতে না পড়লে সহসাই বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে যেতেন তাসকিন। কিন্তু প্রায় আড়াই মাস মাঠের বাইরে থাকায় এবং এখনো মাঠের খেলায় ফিরতে না পারায় তার বিশ্বকাপ যাত্রা প্রায় অনিশ্চতই বলা চলে।

Taskin

তবু বিসিবির পক্ষ থেকে তার জন্য রয়েছে আশার বাণী। যদি চলতি ডিপিএলে অন্তত ৩-৪টি ম্যাচও খেলতে পারেন তাসকিন এবং প্রমাণ করতে পারেন নিজেকে তাহলে হয়তো তাকে নিয়েই উড়াল দেবে বাংলাদেশ দল। নতুবা তাসকিনের পরিবর্তিত পেসার হিসেবে ভাবা হচ্ছে শফিউল ইসলামের কথা।

নির্বাচকদের এ শর্তটিও তাসকিনের জন্য সহজ হতে যাচ্ছে না। আজ মাত্র তিন-চার পা দৌড়ে বোলিং শুরু করেছেন তিনি। পুরো দমে বোলিং শুরু করতে কেটে যাবে আরও কয়েকদিন। এরপরও যদি ডিপিএলে খেলার কথা ভাবেন সেক্ষেত্রেও দেখা দেবে জটিলতা।

কারণ প্লেয়ার্স ড্রাফটে নাম থাকলেও ইনজুরিতে থাকায় কোনো দলই তাসকিনকে নেয়ার আগ্রহ দেখায়নি। লিগ শুরুর পর আবাহনী লিমিটেডে খেলার সম্ভাবনা জাগলেও তা এখন অতীতই বলা চলে। ফলে ডিপিএলের কোনো এক দলের পক্ষ থেকে আগ্রহ দেখানো হলেই হয়তো খেলতে পারবেন তাসকিন। নতুবা পুড়তে হবে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার যন্ত্রণায়।

এআরবি/এসএএস/পিআর

আরও পড়ুন