ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাঁচ হাজারের ক্লাবে দ্রুততম কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২৯ মার্চ ২০১৯

বিরাট কোহলি এই রেকর্ডটা গড়ে ফেলবেন, অনুমিতই ছিল। এবারের আইপিএলের উদ্বোধনী দিনে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষেই টুর্নামেন্টের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রান পূর্ণ করেছিলেন সুরেশ রায়না। ওই রেকর্ডের সঙ্গেই কোহলির নামটি উঠে আসে।

কারণ ব্যাঙ্গালুরু অধিনায়ক যে রায়নার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন। জানা ছিল, রায়না প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রান করলেও কোহলি এই ক্লাবে ঢুকবেন দ্রুততম ব্যাটসম্যান হিসেবে।

রায়নার ৫ হাজার রান পূর্ণ করতে লেগেছে ১৭৭টি ইনিংস। কোহলি সেটা ছোঁয়ার অপেক্ষায় ছিলেন ১৬৪ ম্যাচ শেষেই। ১৬৫তম ম্যাচে তার দরকার ছিল ৪৬ রান।

বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমে ৩২ বলে কাটায় কাটায় ৪৬ রানই করেন ভারতীয় দলপতি।

ফলে পূর্ণ হয়ে যায় টুর্নামেন্টে তার ৫ হাজার রান। অর্থাৎ ইনিংসের হিসেবে কোহলিই এখন আইপিএলের ইতিহাসে দ্রুততম ৫ হাজার রানের মালিক।

এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন