মেহেদী মারুফ-জাকের আলির সেঞ্চুরিতে সহজ জয় রূপগঞ্জের
মিরপুর শেরে বাংলায় লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে পাত্তাই পেল না গাজী গ্রুপ ক্রিকেটার্স। মেহেদী মারুফ আর জাকের আলির জোড়া সেঞ্চুরিতে গাজীকে ৮ উইকেট আর ২৭ বল হাতে রেখে হারিয়েছে নাঈম ইসলামের দল।
অথচ গাজী গ্রুপের পুঁজিটা খুব একটা খারাপ ছিল না। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫০ রান তুলেছিল ইমরুল কায়েসের দল।
অধিনায়ক ইমরুল একটুর জন্য হাফসেঞ্চুরি পাননি। ৪৮ রানে আউট হন তিনি। রনি তালুকদারও ২৯ রানের বেশি এগোতে পারেননি। তবে পারভেজ রাসুলের ৮০ বলে ৪টি করে চার ছক্কায় গড়া ৮৬ রানের ঝড়ো ইনিংসে লড়াকু পুঁজি পর্যন্ত যেতে পেরেছে গাজী গ্রুপ।
লিজেন্ডস অব রূপগঞ্জের মুক্তার আলি ১০ ওভারে ৫৪ রান খরচায় নেন ২টি উইকেট ।
লক্ষ্য ২৫১ রানের। ২৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিল রূপগঞ্জ। কিন্তু ওপেনার মেহেদী মারুফ আর জাকের আলির ব্যাটে পরের সময়টায় আর কোনো বিপদেই পড়েনি দলটি। তৃতীয় উইকেটে ২২৬ রানের বিশাল এক জুটি গড়েন তারা।
১৩৭ বলে ১২ বাউন্ডারি আর ৫ ছক্কায় মারুফ খেলেন ১৩৭ রানের হার না মানা এক ইনিংস। ১২৬ বলে ১৩ চার আর ১ ছক্কায় ১০৭ রানে অপরাজিত থাকেন জাকের।
এমএমআর/পিআর