সাকিব নয়, আবাহনীতে খেলবেন সৌম্য
ক্রিকেটপাড়ায় হঠাৎ গুঞ্জন- আবাহনীর হয়ে খেলবেন সাকিব, যেমন খেলেছেন সাব্বির রহমান এবং সৌম্য সরকারও। কিন্তু সেই গুঞ্জনে একটা ফাঁকফোকর রয়েই গেছে। তা হলো প্লেয়ার্স বাই চয়েজের তালিকায় ছিলো না সাকিবের নাম।
প্লেয়ার্স বাই চয়েজের তালিকার বাইরে কোনো খেলোয়াড়কে দলে নেয়া যায় না। তাহলে কীভাবে সাকিব খেলবেন। এ গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল ক্লাব পাড়ায়। আজ সকালে সে গুঞ্জনকে নিছকই গুঞ্জন বলে উড়িয়ে দিলেন আবাহনী দ্রৌনাচার্য খালেদ মাহমুদ সুজন।
পরিষ্কার বলে দিলেন, ‘না, সাকিব আবাহনীর হয়ে খেলছে এ কথা সত্য নয়। তবে নিউজিল্যান্ড থেকে ফেরা সৌম্য সরকার আকাশী জার্সি গায়েই এবারের লিগ খেলবেন। সবকিছু ঠিক থাকলে কালকেই (মঙ্গলবার) সৌম্য এবং মোহাম্মদ মিঠুন আবাহনীর হয়ে খেলতে নামবেন।’
তাহলে সাকিবের বিষয়টা কী দাঁড়ালো? সুজনের জবাব, ‘আবাহনী নয়, সাকিব নিজের ম্যাচ প্র্যাকটিসের জন্যই প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ খেলতে চেয়েছিল। সেটা নিছক তার নিজের ম্যাচ ফিটনেস ও ম্যাচ প্র্যাকটিসের জন্য। এবং সাকিব আবাহনীতেও খেলতে ইচ্ছা প্রকাশ করেনি। মাঝারি শক্তির কোনো দলের হয়ে খেলার অনুমতি চেয়েছিল বোর্ডের কাছে।’
প্রসঙ্গত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ডিপিএল টি-টোয়েন্টি ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন সাকিব ঐ টুর্নামেন্টে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কাজেই সুজনের কথার সত্যতা ধরেই বোঝা যায় সাকিব চেয়েছিলেন প্রিমিয়ারে কিছু ম্যাচ খেলতে, নিজেকে প্রস্তুত করতে।
তবে বোর্ড বিশ্বকাপের কথা মাথায় রেখে সে অনুমতি দেয় নি, পাছে আবার নতুন কোনো ইনজুরি এসে ভর করে। কাজেই সাকিব আবাহনী তো নয়ই, মাঝারি বা ছোট কোনো দলের হয়ে প্রিমিয়ারে খেলছেন এমন গুঞ্জনের কোনো ভিত্তিই নেই। তবে প্লেয়ার্স বাই চয়েজে শাইনপুকুরের রিক্রুট সৌম্য সরকারকে ‘ট্রেড’ সিস্টেমের মাধ্যমে আবাহনী তাদের দলে ভিড়িয়েছে।
এদিকে সৌম্য ও মিঠুন আবাহনীতে খেললেও, দলের আরেক পরিচিত মুখ মেহেদি হাসান মিরাজ খেলবেন না আগামীকালের ম্যাচ। তিনি চলে গিয়েছেন নিজের গ্রামের বাড়িতে। এছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের তারকা ক্রিকেট লিটন কুমার দাসও গ্রামের বাড়িতে চলে যাওয়ায় মঙ্গলবারের ম্যাচে খেলবেন না। আগামী শুক্রবার পঞ্চম রাউন্ডের ম্যাচে নামার সম্ভাবনা রয়েছে লিটনের।
চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে মঙ্গলবারই মাঠে নামছে আবাহনী ও মোহামেডান। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নামবে আবাহনী লিমিটেড।
এসএএস/এমকেএইচ