ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রথম টেস্ট জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:০১ এএম, ১৮ মার্চ ২০১৯

গতবছরের জুনে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্টে একদমই সুবিধা করতে পারেনি আফগানিস্তান। বল হাতেও কোনো জাদু দেখাতে পারেননি বর্তমান সময়ের অন্যতম আলোচিত স্পিনার রশিদ খান। আফগানিস্তান দলও হেরেছিল ইনিংস ব্যবধানে।

প্রায় ৯ মাস পর চলতি বছরের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে এসে রশিদের স্পিনেই নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট জয়ের আভাস পেতে শুরু করেছে আফগানিস্তান। ম্যাচের দুইদিনে ৯ উইকেট হাতে রেখে জয়ের জন্য আফগানদের প্রয়োজন আর ১১৮ রান।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের লিডে চাপা পড়ে ব্যাট করতে নেমেছিল আইরিশরা। প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানে অলআউট হলেও, দ্বিতীয় ইনিংসে তারা দাঁড় করায় ২৮৮ রানের সংগ্রহ। ফলে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৭ রানের। তৃতীয় দিন শেষে তারা করেছে ১ উইকেটে ২৯ রান।

ম্যাচের দ্বিতীয় দিন শেষেই সমীকরণ অনেকটা আফগানদের পক্ষে চলে এসেছিল। যা তৃতীয় দিন পুরোপুরি নিয়ে আসেন রশিদ খান। আফগানিস্তানের পক্ষে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে টার্গেটটা ১৪৭ রানের বেশি যেতে দেননি ডানহাতি এ লেগস্পিনার।

আইরিশদের পক্ষে দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি ব্যালবার্নি ৮২ এবং কেভিন ও'ব্রায়েন করেন ৫৬ রান। এছাড়া জেমস ম্যাককলম ৩৯ এবং জেমস ক্যামেরন ডাউ ৩৫ রান করে অপরাজিত থাকেন।

শেষ বিকেলে ১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের উইকেট হারিয়েছে আফগানরা। দিন শেষে এহসানউল্লাহ ১৬ এবং রহমত শাহ ১১ রানে অপরাজিত রয়েছেন।

এসএএস/এমকেএইচ

আরও পড়ুন