দক্ষিণ আফ্রিকাকে ২২৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা
মান বাঁচানোর লড়াই। আজ হারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে শ্রীলঙ্কাকে। কেপটাউনে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে এমন সমীকরণ মাথায় নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২২৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সফরকারিরা।
ইনিংসে ৩ বল বাকি থাকতে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে গেছে ২২৫ রানে। দলের পক্ষে যা একটু লড়াই করেছেন কুশল মেন্ডিস, তিনিই একমাত্র হাফসেঞ্চুরি পেয়েছেন। ৫৬ রানে রানআউটের কবলে পড়েন কুশল।
এছাড়া অ্যাঞ্জেলো পেরেরা (৩১), প্রিয়ামল পেরেরা (৩৩) আর শেষদিকে ইসুুরু উদানার ২৯ বলে ৩২ রানের এক ইনিংসে সম্মানজনক পুঁজি পর্যন্ত যেতে পেরেছে লাসিথ মালিঙ্গার দল।
দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা নিয়েছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট শিকার অ্যানরিচ নর্টজে আর ইমরান তাহিরের।
জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.২ ওভারে ১ উইকেটে ৩১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ৬ রান করে ফিরেছেন কুইন্টন ডি কক। এইডেন মার্করাম ৯ আর ফাফ ডু প্লেসিস ৭ রানে ব্যাট করছেন।
এমএমআর/জেআইএম