ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশকে দিয়েই নতুন ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১২ মার্চ ২০১৯

এক টেস্ট এখনও বাকি। এরই মধ্যে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনে টাইগারদের ইনিংস এবং ১২ রানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। সেইসঙ্গে গড়েছে নতুন এক ইতিহাস।

এ নিয়ে টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড। নিজেদের ইতিহাসে এমন কীর্তি এর আগে কখনও দেখাতে পারেনি দলটি। বাংলাদেশকে দিয়েই গড়া হলো ইতিহাস।

বাংলাদেশের বিপক্ষে টানা দুই টেস্টে ইনিংস ব্যবধানে জেতার পর ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। এই দলগুলো প্রত্যেকেরই টানা পাঁচটি টেস্ট সিরিজ জেতার রেকর্ড আছে।

তবে সব দলের হিসেবে বিশ্বরেকর্ড গড়তে এখনও অনেকটা পথ পারি দিতে হবে কেন উইলিয়ামসনের দলকে। টানা নয়টি করে টেস্ট সিরিজ জেতার কীর্তি আছে তিনটি দল-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ভারতের।

আগামী শনিবার ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ আর নিউজিল্যান্ড। আর বিশ্বকাপের পর কিউইরা টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কার মাটিতে।

এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন