সিরিজ নিশ্চিত হয়নি ভারতের, তবু বিশ্রামে ধোনি
সাধারণত পাঁচ ম্যাচ বা তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলে দলের তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেয় বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের ফল এখনো নিশ্চিত হওয়ার আগেই শেষ দুই ওয়ানডের জন্য বিশ্রাম দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে।
শুক্রবার ধোনির ঘরের মাঠ রাঁচিতে সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে এ কথা জানিয়েছেন ভারতের সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনির বিশ্রামের কথা নিশ্চিত করেন তিনি। এছাড়া এও জানান যে ধোনির বদলে উইকেটের পেছনে দাঁড়াবেন রিশাভ পান্ত।
বাঙ্গার বলেন, 'শেষ দুই ম্যাচে আমাদের দলে নিশ্চিতভাবেই কিছু পরিবর্তন আসবে। কারণ মাহী (ধোনি) শেষ দুই ওয়ানডে খেলবে না। বিশ্রামে থাকবে। এছাড়া আজ (শুক্রবার) মোহাম্মদ শামীও পায়ে ব্যথা পেয়েছে। তাই আমাদের দেখতে হবে সে কতটা ফিট আছে চতুর্থ ম্যাচের জন্য। সে না খেলতে পারলে ভুবনেশ্বর আসবে দলে।'
এদিকে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও একই কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচে ৩২ রানে হারিয়ে সিরিজে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।
কোহলি বলেন, 'পরের দুই ম্যাচে আমরা বেশ কিছু পরিবর্তন নিয়ে নামবো। আমরা আলোচনার মাধ্যমে ঠিক করবো কোন জায়গায় পরিবর্তন আনা যায়। তবে লক্ষ্য একটাই, যারাই নামুক, তাদের নিয়ে মাঠে নামা এবং নিজের সেরাটা দিয়ে ম্যাচ জিতিয়ে, দেশকে আনন্দিত করা। এই লক্ষ্যের কোনো পরিবর্তন ঘটবে না।'
মোহালিতে আগামী ১০ মার্চ সিরিজের চতুর্থ ওয়ানডে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। পরে ১৩ তারিখ দিল্লিতে হবে সিরিজের শেষ ম্যাচটি।
এসএএস/এমএস