ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৪২ বলে সেঞ্চুরি আফগান জাজাইয়ের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

ছয় বলে তার ছয় ছক্কার রেকর্ড আছে আগেই। নিজের দিনে হযরতউল্লাহ জাজাই যে কতটা ভয়ংকর হতে পারেন, সেটা আরও একবার দেখল ক্রিকেট বিশ্ব। ভারতের দেহরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৪২ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন আফগানিস্তানের এই ব্যাটসম্যান।

প্রথম ফিফটি করেন ২৫ বলে। পরের ফিফটি তুলে নিতে জাজাই খরচ করেন মাত্র ১৭ বল। সেঞ্চুরিটাও করেছেন ছক্কা হাঁকিয়ে। ৪২ বলের ইনিংসে চার আর ছক্কা সমান সমান, ৯টি করে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। তার আগে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং ভারতের রোহিত শর্মা সমান ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন।

মোহাম্মদ শাহজাদের পর আফগানিস্তানের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়লেন জাজাই। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৭ বলে ১১৮ রান করেছিলেন শাহজাদ।

জাজাইয়ের এই বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে ১৪ ওভারেই আফগানিস্তান তুলে ফেলেছে বিনা উইকেটে ১৮৫ রান। জাজাই ১১১ আর তার সঙ্গী ওপেনার উসমান গনি ৩৮ বলে অপরাজিত আছেন ৬৩ রানে।

এমএমআর/এমকেএইচ

আরও পড়ুন