২০ বলেই রান তাড়া করে ওয়ানডে ম্যাচে জয়!
এ কি জাতীয় দলের ওয়ানডে ম্যাচ, নাকি পাড়ার কোনো খেলা! প্রথমে এক দল গুটিয়ে গেল মাত্র ২৪ রানেই। জবাবে ৩.২ ওভারেই জয় তুলে নিলো অপর দল।
হ্যাঁ, এমনই অদ্ভূত কাণ্ড ঘটেছে এক লিস্ট 'এ' ম্যাচে। ঘরের মাঠে মাত্র ২৪ রানেই গুটিয়ে গেছে ওমান জাতীয় দল। জবাবে মাত্র ২০ বলের মধ্যে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড।
লিস্ট 'এ' ক্রিকেটের ইতিহাসে এটি কোনো জাতীয় দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। সবমিলিয়ে এটি তালিকায় চতুর্থ। লিস্ট 'এ' ম্যাচে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলের। ২০০৭ সালে ব্লেয়ারমন্টে বার্বাডোজের বিপক্ষে মাত্র ১৮ রানেই গুটিয়ে গিয়েছিল তারা।
ওমান আর স্কটল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আল আমারাতে। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওমান। দলের পক্ষে দুই অংক ছোঁয়া একমাত্র ব্যাটসম্যান তিন নাম্বারে নামা খাওয়ার আলি। তিনি করেন ১৫ রান। বাকিরা কেউ দশও করতে পারেননি।
স্কটল্যান্ডের দুই বোলার রোয়াদ্রি স্মিথ আর আদ্রিয়ান নিল সমান ৭ রান খরচ করে নেন ৪টি করে উইকেট।
জবাব দিতে নেমে স্কটিশ দুই ওপেনার ক্রুস আর কোয়েটজার ৩.২ ওভারেই দলকে জয় এনে দিয়েছেন। ২৮০ বল হাতে রেখে পাওয়া এই জয়, ভাবা যায়!
এমএমআর/এমকেএইচ