পিএসএলে ম্যাচের পর দুই দলের হাঙ্গামা
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ আসর এক সপ্তাহ না যেতেই পড়লো বিতর্কে। দুবাইয়ে শনিবার লাহোর কালান্দার্স আর করাচি কিংসের ম্যাচের পর হয়ে গেল লঙ্কাকাণ্ড।
ম্যাচ তখন শেষ। লাহোর জিতেছে ২২ রানে। এরপরই মাঠের বাইরে লেগে যায় দুই দলের মধ্যে। খেলোয়াড়দের মধ্যে নয়, দুই দলের টিম ম্যানেজম্যান্টের মধ্যে। ঘটনা নিয়ে উভয় দলই পিএসএল ম্যানেজম্যান্টের কাছে অভিযোগ করেছে।
করাচি কিংস অভিযোগ করেছে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপে বক্সে বসে ছিলেন লাহোর কালান্দার্সের একজন। যিনি বাজে ভাষা ব্যবহার করেছেন।
একইসঙ্গে লাহোর কালান্দার্সের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, করাচি দলের সিনিয়র ম্যানেজম্যান্ট বাজে ব্যবহার করেছেন।
'বিবিসি উর্দু'র প্রতিবেদনে জানানো হয়েছে, দুই দলের ফ্রাঞ্চাইজিই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে।
করাচির সালমান ইকবাল বলেছেন, 'এটা ভারত-পাকিস্তান ম্যাচ নয়। এটা আমাদের নিজস্ব লিগ। এখানে ভদ্রতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ।'
লাহোরের ম্যানেজার সামিন রানাও টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে অভিযোগ দিয়েছেন বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন এক কর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এমএমআর/এমএস