ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জানি না নিউজিল্যান্ডকে কেন হারাতে পারছি না : তামিম

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

ঘরের মাঠে এই নিউজিল্যান্ডকে দুই দুইবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। অনেকে মুখ বাঁকিয়ে বলবেন, সেটা তো ঘরের মাঠে। বিদেশে গেলে বোঝা যায়, নিউজিল্যান্ডের মতো দল বাউন্সি পিচে কত কঠিন প্রতিপক্ষ।

যারা এমন সমালোচনা করেন, তারা হয়তো ভুলে গেছেন আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের বাউন্সি উইকেটেও এই কিউইদের হারানোর অভিজ্ঞতা আছে টাইগারদের। ২০১৭ সালে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর তার ঠিক পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে নাকাল করেছিল মাশরাফি বিন মর্তুজার দল।

যদিও নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ সফরেও কোনো ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব হয়নি। কিন্তু সেবার লড়ে হেরেছিল টাইগাররা। তামিম সে কথা মনে করিয়ে বলেন, ‘গত বছর আমরা জিততে না পারলেও ভালো ক্রিকেট খেলেছিলাম। এবার সেটাও পারছি না। গতবার আমরা তো লড়াই করেছিলাম। এবার সেই লড়াইও হয়নি।’

তামিম বুঝতেই পারছেন না, কি কারণে এমন অসহায়ভাবে হেরে যাচ্ছে তাদের দল, ‘জানি না কেন আমরা তাদের এখানে হারাতে পারছি না। নিউজিল্যান্ডে তো আমরা আগেও তিন চারবার এসেছি। আমরা তাদের আয়ারল্যান্ড আর ইংল্যান্ডে হারিয়েছি। এখানে হারাতে না পারার কোনো কারণ নেই।’

চোখে পড়ার মতো কারণ হয়তো বের করা কঠিন। কিন্তু বাংলাদেশ দল গত দুই ম্যাচে কোন জায়গাটায় পিছিয়ে পড়েছে, সেটি ঠিকই উপলব্ধি করতে পারছেন তামিম।

২০ ফেব্রুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলের কি করণীয় সেটিও জানিয়ে দিলেন দেশসেরা এই ওপেনার। তার মতে, প্রথম ১০ ওভারে বেশি উইকেট হারানোটাই কাল হয়েছে। এবার আর এমন ভুল করা চলবে না।

তামিম বলেন, ‘যেই আসুক, সময় নিয়ে ব্যাট করতে হবে। সত্যি করে বলতে আমি আশা করছি, প্রথম ১০ ওভারে আমরা ম্যাচ খুইয়ে ফেলব না। কারণ যদি প্রথম ১০ ওভারেই উইকেট হারিয়ে ফেলেন, তবে ফেরা কঠিন। আমার মনে হয়, প্রথম দুই ম্যাচে আমরা সেই ভুলটাই করেছি। যার মূল্য দিতে হয়েছে। আশা করছি, আগামী ম্যাচে এমনটা হবে না।’

এমএমআর/জেআইএম

আরও পড়ুন