ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টি-টোয়েন্টি নয়, তরুণদের টেস্ট খেলার পরামর্শ গেইলের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

পাঁচ বছর আগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ক্রিস গেইল। ২০১৪ সালের সেপ্টেম্বরের পর আর সাদা পোষাক আর শরীরে জড়াননি তিনি। তার আগে থেকেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন একজন টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে। বিশ্বের আনাচে-কানাচে যত টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হচ্ছে, তার প্রতিটিতেই দারুণ কদর ক্রিস গেইলের। নিজের দানবীয় ব্যাটিং দিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোও মাতিয়ে তোলেন তিনি।

সেই ক্রিস গেইল নিজেই কি না ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটারদের পরামর্শ দিলেন, টি-টোয়েন্টি নয় যেন বেশি করে টেস্ট ক্রিকেট খেলে। শুধু তাই নয়, ক্রিস গেইল জানিয়ে দিয়েছেন, টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ অনেক ভালো। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। শুধু তরুণদের টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলতে হবে।

ঘরের মাঠে ইংল্যান্ডের মত মহাশক্তিধর দেশকে ২-১ ব্যবধানে সিরিজে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ বছরে এই প্রথম। আগেরবার যখন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতেছিল, তখন ক্যারিবীয়দের অধিনায়ক ছিলেন ক্রিস গেইল নিজেই।

এবারের টেস্ট সিরিজ জয়টা তিনি সামনে থেকে দেখেছেন এবং একে ঐতিহাসিক বলেই আখ্যায়িত করলেন। তিনি বলেন, ‘গত ১০ বছরের মধ্যে যেন এটাই আমাদের সেরা অর্জন। অবশ্যই এটা ছিল একটা গ্রেট টেস্ট সিরিজ। সাইডলাইনে বসে এ ধরনের জয় দেখা সত্যিই গৌরবের। আমি মনে করি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে গত ১০ বছরের মধ্যে সেরা জয় এটি।’

১০ বছর আগে নিজে অধিনায়ক ছিলেন, সেটা জানিয়ে দিয়ে গেইল বলেন, ‘১০ বছর আগে যখন আমরা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি, তখন আমিই অধিনায়ক ছিলাম। ১০ বছর পর জেসন হোল্ডারের হাতে সেই ট্রফিটা দেখতে পাওয়াটা সত্যিই ফ্যান্টাস্টিক। সুতরাং, আমরা আশা করতে পারি- ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এর চেয়েও ভালো কিছু করতে পারবো হয়তো।’

টেস্টের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমি টেস্টের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আশাবাদী। টেস্ট সব সময়ই শাশ্বত। আমি জানি, এখনটার তরুণ ক্রিকেটার যারা উঠে আসছে, তাদের সবারই দৃষ্টি থাকে টি-টোয়েন্টি ক্রিকেটের দিকে। কিন্তু আমি তাদের কাছে অনুরোধ জানাবো, তারা যেন বেশি বেশি টেস্ট ক্রিকেট খেলে। তাহলে এটা তাদেরকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ এনে দেবে। অবশ্যই তাদেরকে টেস্ট খেলা উচিৎ।’

আইএইচএস/এমএস

আরও পড়ুন