ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলঙ্কার জন্য ম্যাচ কঠিন করে তুলছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৩৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

ডারবানের কিংসমিডে কি অপেক্ষা করছে এখনও কারও জানা নেই। টেস্টের মাত্র দুইদিন শেষ হলো। তাতেই বোঝা যাচ্ছে, মীমাংসা হবে এই ম্যাচে। তবে কে জিতবে, সেটাই কঠিন প্রশ্ন। যদিও, আপাতদৃষ্টিতে বোঝা যাচ্ছে, এগিয়ে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কিন্তু ক্রিকেট যেহেতু গৌরবময় অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় পরিস্থিতি পাল্টে দিতে পারে লঙ্কান বোলার কিংবা ব্যাটসম্যানরা।

প্রথমদিনই প্রথম ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২৩৫ রানে অলআউট করে দিয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কান বোলাররা রীতিমত আগুন ঝরিয়েছেন কিংসমিডের উইকেটে। কিন্তু প্রোটিয়াদের কম রানে আটকে রাখার ফল তুলতে পারলো না শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে তারাও অলআউট হয়ে গেলো ২০০’র কম রানে। ১৯১ রানে অলআউট হওয়ার কারণে প্রথম ইনিংসেই ৪৪ রানে পিছিয়ে পড়লো লঙ্কানরা।

দ্বিতীয়দিনিই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ৩৭ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়িয়েছে ১২৬ রান। দুই ইনিংস মিলিয়ে স্বাগতিকদের লিড দাঁড়ালো ১৭০ রানের। এখনও ৬ উইকেট হাতে রয়েছে দক্ষিণ আফ্রিকার। উইকেটে রয়েছেন ফ্যাফ ডু প্লেসি এবং কুইন্টন ডি ককের মত ব্যাটসম্যান। ম্যাচটা যে ধীরে ধীরে লঙ্কানদের জন্য কঠিন করে তুলছে প্রোটিয়ারা, তা বলাই যায়।

দ্বিতীয় ইনিংসেও অবশ্য খুব বেশি সুবিধা করতে পারছে না প্রোটিয়ারা। ডিন এলগার আর এইডেন মারক্রাম ৩৬ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন কাসুন রাজিথার বলে। ২৮ রান করে আউট হন মারক্রাম। এরপর আম্বুলদেনিয়ার বলে ৩৫ রান করে ফিরে যান এইডেন মারক্রামও। হাশিম আমলা করেন মাত্র ১৬ রান এবং টেম্বা বাভুমা আউট হন ৩ রানে।

ফ্যাফ ডু প্লেসি ২৫ এবং কুইন্টন ডি কক উইকেটে রয়েছেন ১৫ রানে। লাসিথ আম্বুলদেনিয়া নেন ২ উইকেট। কাসুন রাজিথা এবং বিশ্ব ফার্নান্দো নেন ১টি করে উইকেট।

আইএইচএস/এমএস

আরও পড়ুন