ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রুটকে আসলে কি বলেছিলেন গ্যাব্রিয়েল?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

মাঠে ব্যাটে বলের লড়াই হয়। মাঝেমধ্যে কথা চালাচালিও হয়। স্লেজিং বা ক্রিকেট মাঠে কথার লড়াই নতুন কিছু নয়। তবে ব্যাপারটা সীমার মধ্যে রাখতে ডিমেরিট পয়েন্টের নিয়ম রেখেছে আইসিসি। যে নিয়মের কারণে এবার চার ওয়ানডেতে নিষিদ্ধ হলেন ক্যারিবীয়ান পেসার শেনন গ্যাব্রিয়েল।

সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের ঘটনা। স্ট্যাম্প মাইক্রোফোনে শোনা যায়, গ্যাব্রিয়েলের একটি বাজে মন্তব্যের জবাবে জো রুট বলছেন, 'এটাকে অপমানের জন্য ব্যবহার করো না। সমকামী হওয়া দোষের কিছু নয়।'

ইংলিশ অধিনায়কের যে মন্তব্য শুনে সবাই আন্দাজ করতে পেরেছেন রুটকে 'সমকামী' জাতীয় কিছু বলেছিলেন গ্যাব্রিয়েল। যার জবাবে এমন কথা তার। তবে বাস্তবিক ঘটনা কি ছিল, সেটি পরিষ্কার হয়নি তখনও।

এবার সব কিছু পরিষ্কার করলেন ঘটনার মূল হোতা গ্যাব্রিয়েল নিজেই। লিখিত এক বিবৃতিতে ক্যারিবীয় পেসার বিস্তারিত জানিয়েছেন তার আর রুটের মধ্যে কি কথা হয়েছিল ওই ঘটনার সময়।

ওই বিবৃতিতে গ্যাব্রিয়েল লিখেছেন, 'আমি মনে করছি, আমার এটা সবাইকে (বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খিদের) এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সমর্থকদের জানানো উচিত আসলে কি ঘটেছিল। মাঠে উত্তেজনাকর এক মুহূর্তে এই কথা চালাচালি হয়। বল করতে গেলে যখন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট আমার দিকে তীব্রভাবে তাকিয়েছিলেন, আমি চাপ অনুভব করছিলাম। এটা সম্ভবত মানসিক একটা কৌশল, যেটা টেস্ট ক্রিকেটে পরিচিত। আমি এখন বুঝতে পারছি নিজের দুশ্চিন্তা দূর করার জন্যই আমি জো রুটকে বলেছিলাম, 'কেন তুমি আমার দিকে তাকিয়ে হাসছো? তুমি কি ছেলে পছন্দ করো?'

গ্যাব্রিয়েল যোগ করেন, 'তার জবাব স্ট্যাম্প মাইক্রোফোনে যেটা ধরা পড়ে, সেটা হলো-আমাকে অপমান করতে এটা ব্যবহার করো না। সমকামী হওয়া দোষের কিছু নয়। তারপর আমি বলি-আমার এটা নিয়ে সমস্যা নেই, তবে আমার দিকে তাকিয়ে অবশ্যই তোমার হাসিটা বন্ধ করা উচিত।'

এমএমআর/জেআইএম

আরও পড়ুন